ব্যবসায় উদ্যোগ | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ৪

৫৮. নিবন্ধনপত্র পাওয়ার পরও কোন কোম্পানি ব্যবসায় শুরু করতে পারে না?

ক. একমালিকানা কারবার

খ. অংশীদারী কারবার

গ. প্রাইভেট লি. কোম্পানি

ঘ. পাবলিক লি. কোম্পানি

৫৯. স্মারকলিপিতে লিপিবদ্ধ করা হয়—

i. কোম্পানির নাম

ii. শেয়ারহোল্ডারদের নাম, ঠিকানা

iii. মূলধনের পরিমাণ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

৬০. পাবলিক লি. কোম্পানির মালিক কারা?

ক. পরিচালকগণ খ. কর্মীগণ

গ. জনসাধারণ ঘ. শেয়ারহোল্ডারগণ

৬১. অংশীদারি ব্যবসায়ে সবাই একমত হয়ে বিলোপসাধন—এর ধারা কত?

ক. ৩৯ ধারা খ. ৪০ ধারা

গ. ৪১ ধারা ঘ. ৪২ ধারা

৬২. বাংলাদেশে কোন ব্যবসার নিবন্ধন ঐচ্ছিক?

ক. রাষ্ট্রীয় খ. অংশীদারি

গ. কোম্পানি ঘ. সমবায়

৬৩. পাবলিক লি. কোম্পানির সর্বোচ্চ সদস্য সংখ্যা কত?

ক. ২ জন খ. ৭ জন

গ. ৫০ জন

ঘ. শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ

৬৪. যৌথ মূলধনি ব্যবসায়ের বৈশিষ্ট্য কোনটি?

i. আইনসৃষ্ট

ii. স্বেচ্ছামূলক প্রতিষ্ঠান

iii. কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

৬৫. নামমাত্র অংশীদারের বৈশিষ্ট্য হলো—

i. মূলধন বিনিয়োগ করা

ii. ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ
করে না

iii. দায় সাধারণ অংশীদারদের মতো অসীম নয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

৬৬. যৌথ মূলধনি কোম্পানির অসুবিধা কোনটি?

ক. গোপনীয়তার অভাব

খ. জটিল গঠনপ্রণালি

গ. স্থায়িত্বের অনিশ্চয়তা

ঘ. অসীম দায়

৬৭. রাষ্ট্রীয় ব্যবসায় গঠিত হয়—

i. জাতীয় সংসদে বিল পাসের মাধ্যমে

ii. সরকারি অধ্যাদেশ ব্যতিত জাতীয়করণের মাধ্যমে

iii. রাষ্ট্রপ্রধানের অধ্যাদেশের মাধ্যমে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

৬৮. অংশীদারি ব্যবসায় পরিচালিত হতে পারে—

i. সবার দ্বারা

ii. সবার পক্ষে একজনের দ্বারা

iii. সরকার দ্বারা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ৪: ৫৮. ঘ ৫৯. ঘ ৬০. ঘ ৬১. খ
৬২. খ ৬৩. ঘ ৬৪. ঘ ৬৫. ঘ ৬৬. খ
৬৭. ঘ ৬৮. ক

বাকি অংশ ছাপা হবে আগামীকাল


মো. আলতাফ হোসেন, প্রভাষক
বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ পাবলিক কলেজ, ঢাকা