অধ্যায় ৯
২২. উত্তম বিক্রয়কর্মীর গুণাবলি হলো—
i. সুদর্শন চেহারা
ii. ভাষা ও বাজারজাতকরণ জ্ঞান
iii. মার্জিত রুচি, ব্যবহার ও সুঅভ্যাস
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
২৩. ক্রেতা অনুসন্ধান বিপণনের কোন কার্যের অন্তর্গত?
ক. ভোক্তা বিশ্লেষণ খ. পরিবহন
গ. বিক্রয় ঘ. তথ্য সংগ্রহ
২৪. পণ্যের মূল্য নির্ধারণ কোন কাজের অংশ?
ক. বিক্রয়িকতা খ. ব্যক্তিক বিক্রয়
গ. বাজার জরিপ ঘ. বাজার সম্ভাব্যতা যাচাই
২৫. পণ্যদ্রব্যের গুণাগুণ, রং, আকার প্রভৃতির ওপর ভিত্তি করে যে মান নির্ধারণ করা হয় তাকে বলে?
ক. প্রমিতকরণ খ. পর্যায়িতকরণ
গ. মোড়কিকরণ ঘ. গুদামজাতকরণ
২৬. বিক্রয় কর্মীর নৈতিক গুণাবলি হলো–
i. সততা বিশ্বস্ততা
ii. ইতিবাচক দৃষ্টিভঙ্গি
iii. তীক্ষ্ম বুদ্ধিমত্তা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
২৭. ক্রয়ের ফলে ক্রেতা পণ্যের কি লাভ করে?
ক. লাইসেন্স খ. স্বত্ব
গ. ঝুঁকি ঘ. প্যাটেন্ট
২৮. একজন বিক্রয়কর্মীকে অবশ্যই কি হতে হবে?
ক. উদ্যমী খ. আত্মবিশ্বাসী
গ. অধ্যবসায়ী ঘ. সত্যবাদী
২৯. বিপণন গবেষণার মূল বিষয় কোনটি?
ক. ভোক্তার সন্তুষ্টি খ. অর্থ সংস্থান
গ. বিজ্ঞাপন ঘ. দ্রব্য উৎপাদন
৩০. ভেজালবিহীন পণ্য বিক্রয়ের কারণে কারা বেশি উপকৃত হয়?
ক. গ্রাহকেরা খ. মহাজনরা
গ. বিক্রেতা ঘ. দেশবাসী
৩১. বিপণন সহায়তা করে—
i. ভোগ বৃদ্ধিতে
ii. রূপগত উপযোগ সৃষ্টিতে
iii. স্থানগত উপযোগ সৃষ্টিতে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৩২. ক্রেতাদের সাথে সহজে মেশার গুণ বিক্রয়কর্মীর কোন গুণাবলির মধ্যে পড়ে?
ক. শারীরিক খ. মানসিক
গ. নৈতিক ঘ. অন্যান্য
৩৩. বিজ্ঞাপন পণ্যের প্রচারে গতিশীলতা আনে ফলে পণ্যের—
i. পণ্যের চাহিদা বাড়ে
ii. পণ্যের গুণাগুণ বাড়ে
iii. পণ্যের বিক্রয় বাড়ে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৩৪. বিপণনের অন্যতম কাজ কী?
ক. ক্রয় খ. বিক্রয়
গ. পরিবহন ঘ. গুদামজাতকরণ
সঠিক উত্তর
অধ্যায় ৯: ২২. ঘ ২৩. গ ২৪. গ ২৫. ক
২৬. গ ২৭. খ ২৮. খ ২৯. ক ৩০. ক ৩১. ঘ ৩২. গ ৩৩. গ ৩৪. ঘ
বাকি অংশ ছাপা হবে আগামীকাল