default-image

অধ্যায় ৮

নিচের উদ্দীপকটি পড়ে ১ ও ২ নম্বর প্রশ্নের উত্তর দাও।

সোনালি ফার্নিশার্সের স্বত্বাধিকারী সোনালি। তাঁর প্রতিষ্ঠানে বিনিয়োগকৃত মূলধনের পরিমাণ ১ কোটি টাকা এবং সেখানে ১০০ জন শ্রমিক কর্মরত। সোনালি ৭ দিনে ডেলিভারি দেওয়ার শর্তে একটি স্কুলের বেঞ্চ তৈরির অর্ডার পেলেন। তিনি ৬ দিনের মধ্যে কাজ শেষ করার জন্য কর্মচারীদের একটি বিশেষ আনুতোষিক ও তার সঙ্গে এক দিন লাঞ্চ প্রদানের ঘোষণা দিলেন। এতে কর্মচারীরা উত্সাহিত হয়ে নির্ধারিত সময়ের পূর্বেই কাজ শেষ করে দিলেন।

১. সোনালি ফার্নিশার্সকে কোন প্রকারের শিল্প বলা হয়?

ক. সেবামূলক ক্ষুদ্র শিল্প

খ. সেবামূলক মাঝারি শিল্প

গ. উত্পাদনমূলক মাঝারি শিল্প

ঘ. সেবামূলক বৃহৎ শিল্প

২. সোনালির কর্মচারীরা উত্সাহিত হওয়ার কারণ—

i. উপযুক্ত নির্দেশনা দান

ii. সঠিক সমন্বয় সাধন

iii. সময়মতো প্রেষণা দান

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩. কর্মদক্ষতা বৃদ্ধির জন্য কর্মীদের কোনটি প্রয়োজন?

ক. প্রশিক্ষণ খ. মনোবল

গ. বেতন ঘ. শিক্ষা

৪. মি. জাকির প্রতিষ্ঠানের কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কর্মীদের সঙ্গে আলোচনা করেন। এটি কীরূপ নেতৃত্ব?

ক. গণতান্ত্রিক নেতৃত্ব

খ. স্বৈরতান্ত্রিক

গ. মুক্ত ঘ. আমলাতান্ত্রিক

৫. প্রতিটি ব্যবসায়ের পরিকল্পনায় সুনির্দিষ্ট কী থাকে?

ক. লক্ষ্য খ. দিকনির্দেশনা

গ. ব্যবস্থাপনা ঘ. মুনাফা

৬. ব্যবসায়ের অর্থ সংগ্রহের প্রধান উত্স কোনটি?

ক. কেন্দ্রীয় ব্যাংক

খ. বাণিজ্যিক ব্যাংক

গ. কৃষি ব্যাংক

ঘ. সমবায় ব্যাংক

বিজ্ঞাপন

৭. আধুনিক ব্যবস্থাপনার জনক কে?

ক. স্যামুয়েল মোর্স

খ. রবার্ট জনসন

গ. হেনরি ফেওয়েল

ঘ. আই এম পান্ডে

৮. কর্মীদের জানার সুযোগ দান কোন ধরনের নেতৃত্বের বৈশিষ্ট্য?

ক. আমলাতান্ত্রিক খ. মুক্ত নেতৃত্ব

গ. স্বৈরতান্ত্রিক ঘ. গণতান্ত্রিক

৯. ব্যবস্থাপনার প্রথম কাজ কোনটি?

ক. কর্মী সংস্থান খ. পরিকল্পনা

গ. সংগঠিতকরণ ঘ. নির্দেশনা দান

১০. বদমেজাজি ও অসৎ কর্মচারী অপসারণ ব্যবস্থাপনার কোন অংশের আওতাভুক্ত?

ক. নির্দেশনা দান খ. কর্মী সংস্থান

গ. নিয়ন্ত্রণ ঘ. সংগঠিতকরণ

১১. জনাব সিয়াম ব্যবসায়ের উদ্দেশ্যে মূলধন, ভূমি ও শ্রমের মধ্যে সমন্বয় সাধন করলেন। জনাব সিয়ামের কাজটি কী?

ক. পরিকল্পনা খ. নির্দেশনা

গ. সংগঠিতকরণ ঘ. ব্যবস্থাপনা

সঠিক উত্তর

অধ্যায় ৮: ১. খ ২. খ ৩.ক ৪. ক ৫. খ ৬. খ ৭. গ ৮. ঘ ৯. খ ১০. খ ১১. গ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

শিক্ষা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন