অধ্যায় ৮
৩৩. কোনটি প্রশাসনিক নগর নয়?
ক. ঢাকা খ. নয়াদিল্লি
গ. চট্টগ্রাম ঘ. ক্যানবেরা
৩৪. বৃষ্টির সময় ঢাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এর কারণ—
ক. ভূমিকম্প
খ. অপরিকল্পিত নগরায়ন
গ. ভৌগোলিক অবস্থান
ঘ. নদীর গভীরতা হ্রাস
৩৫. কোন অঞ্চলের লোকেরা বরফের ঘরে বাস করে?
ক. তুন্দ্রা খ. ভূমধ্যসাগরীয়
গ. মহাদেশীয় ঘ. নিরক্ষীয়
৩৬. গ্রামীণ বসতি হতে পারে—
i. বিচ্ছিন্ন ii. বিক্ষিপ্ত
iii. গোষ্ঠীবদ্ধ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৭. মিসরের নীল নদের তীরে কোন নগর গড়ে উঠেছে?
ক. আলেকজান্দ্রিয়া খ. তাজিকিস্তান
গ. সমরখন্দ ঘ. তাসখন্দ
৩৮. হরপ্পা মহেঞ্জোদারো কোন নদীর অববাহিকায় অবস্থিত?
ক. সিন্ধু খ. গঙ্গা
গ. নীল ঘ. সব কটি
৩৯. ঢাকা কোন ধরনের শহর?
ক. শিল্প খ. প্রশাসনিক
গ. বিনোদন ঘ. সাংস্কৃতিক
সঠিক উত্তর
অধ্যায় ৮: ৩৩. গ ৩৪. খ ৩৫. ক ৩৬. ঘ ৩৭. ক ৩৮. ক ৩৯. খ
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
মো. শাকিরুল ইসলাম, প্রভাষক
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা