default-image

অধ্যায় ১

নিচের উদ্দীপকটি পড়ে ৭৪ ও ৭৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।

৭৪. উদ্দীপকে A চিহ্নিত অঞ্চলটির নাম কী?

ক. প্লাবন সমভূমি

খ. পাদদেশীয় পলল সমভূমি

গ. বদ্বীপ

ঘ. হিমবাহ সমভূমি

৭৫. উদ্দীপকের B চিহ্নিত অঞ্চলটি কী?

ক. কর্দম ছিপি খ. পশ্চাৎ জলাভূমি

গ. বালুচর ঘ. অশ্বক্ষুরাকৃতির হ্রদ

৭৬. কোন অঞ্চলে সর্বাধিক যান্ত্রিক বিচূর্ণীভবন সংঘটিত হয়?

ক. মালভূমি খ. মরু

গ. সমভূমি ঘ. নিরক্ষীয়

৭৭. ভূ-অভ্যন্তরের যে স্থানে ভূমিকম্পের উৎপত্তি হয় তাকে কী বলে?

ক. কেন্দ্র খ. উপকেন্দ্র

গ. সমকেন্দ্র ঘ. পরিকেন্দ্র

৭৮. সাঙ্গু নদী বাংলাদেশের কোন ভূপ্রাকৃতিক অঞ্চলের অন্তর্গত?

ক. উপকূলীয় ভূমি খ. বরেন্দ্র ভূমি

গ. প্লাবন ভূমি ঘ. পাহাড়ি ভূমি

৭৯. কোনটি লোকালয়ে আকস্মিক বন্যার সৃষ্টি করে?

ক. সুনামি খ. জলোচ্ছ্বাস

গ. সিডর ঘ. সাইক্লোন

বিজ্ঞাপন

৮০. ভঙ্গিল পর্বতের সৃষ্টি করে—

i. অভ্যন্তরীণ চাপ

ii. অভ্যন্তরীণ তাপ

iii. পার্শ্ববর্তী অঞ্চলের চাপ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৮১. গিরিখাত অধিক গভীর ও খাড়া ঢালবিশিষ্ট হলে তাকে কী বলে?

ক. ক্যানিয়ন খ. স্পার

গ. কাসকেড ঘ. জলপ্রপাত

৮২. কোন নদী বিভক্ত হয়ে সুরমা ও কুশিয়ারা নদী গঠন করে?

ক. নাফ খ. ভাগীরথী

গ. বরাক ঘ. তিতাস

৮৩. নিচের কোনটি যমুনার দীর্ঘতম উপনদী?

ক. ধরলা খ. করতোয়া

গ. তিস্তা ঘ. আত্রাই

৮৪. ভিসুভিয়াস আগ্নেয়গিরি কোথায় অবস্থিত?

ক. চীন খ. ইতালি

গ. জাপান ঘ. ইন্দোনেশিয়া

সঠিক উত্তর:

অধ্যায় ১: ৭৪. ক ৭৫. ঘ ৭৬. খ ৭৭. ক ৭৮. ঘ ৭৯. ক ৮০. গ ৮১. ক ৮২. গ ৮৩. খ ৮৪. খ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

শিক্ষা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন