default-image

অধ্যায় ১

১. পৃথিবীর ভূত্বক কয়টি বৃহৎ প্লেট দ্বারা গঠিত?

ক. ৫ খ. ৭

গ. ৯ ঘ. ১১

২. গিরিজনি আলোড়ন সংঘটিত হয় কীভাবে?

ক. আনুভূমিকভাবে খ. উল্লম্বভাবে

গ. আড়াআড়িভাবে ঘ. বিপরীতভাবে

৩. গিরিজনি আলোড়নের সঙ্গে জড়িত মতবাদ—

i. প্লেট সঞ্চালন ii. পরিচলন স্রোত

iii. মহীভাবক আলোড়ন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪. মহাদেশীয় এবং মহাসাগরীয় প্লেটের
গতির কারণ—

i. পরিচলন স্রোত ii. ভূমিকম্প

iii. ঘনত্বের তারতম্য

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫. জাপানে বছরে প্রায় কয়টি ভূমিকম্প
সংঘটিত হয়?

ক. ৬০০০ খ. ৬৫০০

গ. ৭০০০ ঘ. ৭৫০০

৬. কত সালের ভূমিকম্পে আসামের দিবং নদীর গতি পরিবর্তিত হয়?

ক. ১৮৯৯ খ. ১৯২০

গ. ১৯৫০ ঘ. ১৯৫২

৭. ভূমিকম্পমাপক যন্ত্রের নাম কী?

ক. সিসমোগ্রাফ খ. ব্যারোমিটার

গ. ক্রোনোমিটার ঘ. ল্যাকটোমিটার

৮. ১৭৮৭ সালের ভূমিকম্পের ফলে নিচের কোন নদীর গতিপথ পরিবর্তিত হয়?

ক. পদ্মা খ. মেঘনা

গ. তিস্তা ঘ. ব্রহ্মপুত্র

বিজ্ঞাপন

৯. ভূমিকম্পের তীব্রতা মাপার জন্য ব্যবহার
করা হয়—

i. মার্সেলি স্কেল

ii. রিখটার স্কেল

iii.ভার্নিয়ার স্কেল

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১০. ভূমিকম্পের ফলে—

i. সমুদ্রতলের পরিবর্তন হয়

ii. আগ্নেয় দ্বীপের সৃষ্টি হয়

iii.ভূপাত হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১১. প্রশান্ত মহাসাগরের বড় দ্বীপগুলো কিসের ফলে সৃষ্টি হয়েছে?

ক. অগ্ন্যুৎপাত খ. ভূমিকম্প

গ. সমুদ্রস্রোত ঘ. জোয়ার-ভাটা

১২. বিচূর্ণীভবনের কারণে শীতপ্রধান দেশে কী পরিল‌ক্ষিত হয়?

ক. স্তরমোচন খ. খণ্ডীকরণ

গ. ট্যালাস ঘ. ক্ষুদ্রকণা সরণ

১৩. লৌহ কোন রাসায়নিক প্রক্রিয়ায়
বিচূর্ণীভূত হয়?

ক. অক্সিডেশন খ. সলিউশন

গ. কার্বনেশন ঘ. হাইড্রেশন

১৪. তাপমাত্রার তারতম্যে শিলার স্তর পেঁয়াজের খোসার মতো খুলে যাওয়াকে কী বলে?

ক. স্তরমোচন খ. প্রস্তরখণ্ডের বিচ্ছিন্নতা

গ. ক্ষুদ্রকণা সরণ ঘ. খণ্ডীকরণ

সঠিক উত্তর

অধ্যায় ১: ১. খ ২. ক ৩.ক ৪. খ ৫. ঘ ৬. গ ৭. ক ৮. ঘ ৯. ক ১০. খ ১১. ক ১২. গ ১৩. ক ১৪. ক

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

বিজ্ঞাপন
শিক্ষা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন