অধ্যায় ১
নিচের উদ্দীপকটির আলোকে ১৫ ও ১৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।
তাঁতীবাজারের বাসিন্দা সামি দেখল, তাঁর ঘরের দেয়ালের ফাটলের মধ্যে গাছ জন্মানোর ফলে ফাটলগুলো বড় হয়ে গেছে এবং জানালার রড নষ্ট হয়ে যাচ্ছে।
১৫. সামির দেখা জানালার রড নষ্ট হওয়ার কারণ—
i. যান্ত্রিক বিচূর্ণীভবন
ii. রাসায়নিক বিচূর্ণীভবন
iii. জৈবিক বিচূর্ণীভবন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৬. উদ্দীপকে উল্লিখিত জানালার রডগুলো কোন প্রক্রিয়ায় নষ্ট হয়েছে?
ক. হাইড্রোলাইসিস খ. অক্সিডেশন
গ. ফার্মেন্টেশন ঘ. নাইট্রেশন
১৭. নদীর কোন অবস্থায় উলম্ব ক্ষয় বেশি হয়?
ক. বদ্বীপ খ. সমভূমি
গ. পার্বত্য ঘ. মালভূমি
১৮. পাহাড়িয়া অঞ্চলে ভূমিধসের কারণ—
i. অতিরিক্ত বৃষ্টিপাত
ii. বনভূমির অবস্থান
iii. বসতি স্থাপন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৯. দুই নদীর মধ্যবর্তী ভূমিকে কী বলে?
ক. অববাহিকা খ. দোয়াব
গ. জলবিভাজিকা ঘ. উপত্যকা
২০. নদী যেখানে উৎপত্তি হয় তাকে কী বলে?
ক. মোহনা খ. উৎস
গ. গিরিখাত ঘ. গিরিসংকট
২১. নদীর বিস্তার সবচেয়ে বেশি কোন গতিতে দেখা যায়?
ক. মধ্যগতি খ. ঊর্ধ্বগতি
গ. নিম্নগতি ঘ. স্থির অবস্থা
নিচের উদ্দীপকটির আলোকে ২২ ও ২৩ নম্বর প্রশ্নের উত্তর দাও।
পলাশদের বাড়ি জামালপুর জেলার ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত। একদিন পলাশ তার চাচার সঙ্গে নদীর ধারে ঘুরতে গিয়ে দেখল নদীতে তেমন স্রোত নেই। তার চাচা বলল, একসময় নদীর স্রোতের বেগ খুব বেশি ছিল।
২২. উদ্দীপকে উল্লিখিত নদীটি বর্তমানে কী অবস্থায় আছে?
ক. পার্বত্য অবস্থায় খ. নিম্নগতিতে
গ. মধ্যগতিতে ঘ. ঊর্ধ্বগতিতে
২৩. উদ্দীপকে উল্লিখিত নদীর বর্তমানে—
i. উপত্যকা গভীর
ii. নিম্নক্ষয় বন্ধ
iii. নদীবাহিত বালুকণা ও কাদা সঞ্চিত হয়ে চর পড়েছে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৪. নদীর গভীরতা বৃদ্ধির কারণ কোনটি?
ক. পার্শ্বক্ষয়ের ফলে
খ. তলদেশ ক্ষয়ের দরুন
গ. স্রোতের বেগ কমলে
ঘ. ঢাল হ্রাসের ফলে
২৫. পার্বত্য এলাকায় নদীর পানি হঠাৎ খাড়া ঢালে নিচে পতিত হলে তাকে কী বলে?
ক. কাসকেড খ. খরস্রোত
গ. জলপ্রপাত ঘ. গিরিখাত
সঠিক উত্তর
অধ্যায় ১: ১৫. গ ১৬. খ ১৭. গ ১৮. খ ১৯. খ ২০. খ ২১. গ ২২. খ ২৩. গ ২৪. খ ২৫. গ
বাকি অংশ ছাপা হবে আগামীকাল