অধ্যায় ১
২৬. সমভূমি অঞ্চলের নদী উপত্যকা—
i. প্রশস্ত হয় ii. গভীর হয়
iii. সংকীর্ণ হয়
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii
গ. iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটির আলোকে ২৭ ও ২৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।
২৭. উদ্দীপকে ‘ক’ চিত্রটি কোন ধরনের ভূমিরূপ?
ক. অশ্বক্ষুরাকৃতি হ্রদ খ. প্লাবন ভূমি
গ. কর্দম ছিপি ঘ. বাঁকের চর
২৮. উদ্দীপকে ‘ক’ ভূমিরূপটি গঠিত হয়—
i. নদীর দুটি বাঁক পরস্পর সন্নিকটে প্রবাহিত হলে
ii. দুটি বাঁকের মধ্যবর্তী অংশে ক্ষয় হয়ে একত্রে প্রবাহিত হলে
iii. বাঁকের মধ্যবর্তী অংশে ক্ষয় না হয়ে প্রবাহিত হলে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৯. ক্ষয়কাজের দ্বারা সৃষ্ট ভূমিরূপ কোনটি?
ক. জলপ্রপাত খ. পলল কোণ
গ. পলল পাখা ঘ. পশ্চাৎ ঢাল
৩০. যমুনা নদীর উৎপত্তি কোথায়?
ক. গঙ্গোত্রী হিমবাহে খ. নাগা-মনিপুরে
গ. লুসাই পাহাড়ে ঘ. মানস সরোবরে
৩১. পদ্মা নদীর উৎপত্তি কোথায়?
ক. মানস সরোবরে খ. লুসাই পাহাড়ে
গ. নাগা-মনিপুরে ঘ. গঙ্গোত্রী হিমবাহে
৩২. যমুনা নদীর উপনদী কোনটি?
ক. তিস্তা খ. পদ্মা
গ. মেঘনা ঘ. গোমতী
৩৩. করতোয়া, তিতাস, আত্রাই কোন নদীর উপনদী?
ক. তিস্তা খ. যমুনা
গ. মেঘনা ঘ. ব্রহ্মপুত্র
৩৪. বাংলাদেশের কোন নদীকে চর উৎপাদী নদী বলা হয়?
ক. যমুনা খ. পদ্মা
গ. মেঘনা ঘ. তিস্তা
৩৫. বাংলাদেশের পাহাড়ি নদী কোনটি?
ক. পদ্মা খ. সাংগু
গ. মেঘনা ঘ. ধলেশ্বরী
উদ্দীপকটি পড়ে ৩৬ ও ৩৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।
কুবের মাঝি নদীতে মাছ ধরার জন্য যায়। সে লক্ষ করে, নদীর পাশাপাশি দুটি বাঁক একত্রে মিলিত হয়ে নদীটি সোজা পথে প্রবাহিত হচ্ছে এবং বিচ্ছিন্ন জলরাশিটি নতুন ভূমিরূপ সৃষ্টি করছে।
৩৬. উদ্দীপকের ভূমিরূপটি কোন ধরনের ভূমিরূপ?
ক. নদীর সঞ্চয়জাত খ. নদীর ক্ষয়জাত
গ. পললগঠিত ঘ. পার্শ্বক্ষয়জাত
৩৭. উদ্দীপকে উল্লেখিত ভূমিরূপটি গঠনের কারণ—
i. নদীতে তীব্র বাঁক
ii. নদীর বোঝা বহন করার ক্ষমতা বৃদ্ধি
iii. নদীর নিম্নগতি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৩৮. বাংলাদেশের কোন অংশে মৃতপ্রায় ব-দ্বীপ দেখা যায়?
ক. দক্ষিণ-পূর্বাংশে খ. উত্তর-পশ্চিমাংশে
গ. দক্ষিণ-পশ্চিমাংশে ঘ. উত্তর-পূর্বাংশে
উদ্দীপকটি পড়ে ৩৯ ও ৪০ নম্বর প্রশ্নের উত্তর দাও।
ভূপৃষ্ঠ সর্বদা পরিবর্তনশীল। নানা প্রকার বাহ্যিক প্রাকৃতিক শক্তির প্রভাবে ভূপৃষ্ঠে দীর্ঘ সময়ের ব্যবধানে ব্যাপক পরিবর্তন হয়। ভূপৃষ্ঠের ওপর পতিত পানি প্রবাহিত হওয়ার সময় যান্ত্রিক ও রাসায়নিক উপায়ে ভূপৃষ্ঠে ব্যাপক ক্ষয় করে।
৩৯. উদ্দীপকে ধীর পরিবর্তনকারী কোন নিয়ামকটি তুলে ধরা হয়েছে?
ক. বায়ু খ. বৃষ্টি
গ. নদী ঘ. সমুদ্র
৪০. উদ্দীপকের নিয়ামকটি ছাড়া ধীর পরিবর্তনকারী অন্য নিয়ামকগুলো হলো—
i. নদী ii. সমুদ্র iii. হিমবাহ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪১. রিখটার স্কেলে ভূমিকম্পের সর্বোচ্চ তীব্রতা কত?
ক. ১৬ খ. ১৪
গ. ১২ ঘ. ১০
উদ্দীপকটি পড়ে ৪২ ও ৪৩ নম্বর প্রশ্নের উত্তর দাও।
মহাসেন ১৬ মে ২০১৩ সালে পটুয়াখালী জেলার খেপুপাড়ায় আঘাত হানার মাধ্যমে উপকূল অতিক্রম করে। এরপর তা ভোলা, বরগুনাসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি ঝরিয়ে মেঘনা মোহনা দিয়ে স্থলভাগ অতিক্রম করে।
৪২. উদ্দীপকের দুর্যোগটি কী ধরনের বায়ুমণ্ডলীয় গোলযোগ?
ক. টর্নেডো খ. কালবৈশাখী
গ. ঘূর্ণিঝড় ঘ. টাইফুন
৪৩. মহাসেনের প্রভাব উপকূলীয় অঞ্চলে দেখা যায়—
i. প্রাণহানি ii. অবকাঠামো বিনষ্ট
iii. লবণাক্ত পানির প্রবেশ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ১: ২৬. ক ২৭. ক ২৮. ক ২৯. ক ৩০. ঘ ৩১. ঘ ৩২. ক ৩৩. খ ৩৪. ক ৩৫. খ ৩৬. ক ৩৭. গ ৩৮. গ ৩৯. খ ৪০. ঘ ৪১. ঘ ৪২. গ ৪৩. ঘ
বাকি অংশ ছাপা হবে আগামীকাল