default-image

অধ্যায় ৩

১. কোবাল্টের প্রতীক কোনটি?

ক. Cd খ. Cr

গ. Co ঘ. Ca

২. সোডিয়ামের প্রতীক কোন ভাষা থেকে এসেছে?

ক. ইংরেজি খ. আরবি

গ. ল্যাটিন ঘ. জার্মানি

৩. অ্যামেনিয়ার সংকেত কোনটি?

ক. NH3 খ. H2O

গ. NH4Cl ঘ. N2O

৪. ইলেকট্রনের প্রকৃত ভর কোনটি?

ক. 6.023 X 1023gm

খ. 9.11 X 10-28gm

গ. 1.673 X 10-24gm

ঘ. 1.66 X 10-24gm

বিজ্ঞাপন

৫. কোনো পরমাণুর নিউক্লিয়াসে—

ক. নিউট্রন থাকে

খ. প্রোটন ও নিউট্রন থাকে

গ. শুধুমাত্র প্রোটন থাকে

ঘ. ইলেকট্রন থাকে

৬. পারমাণবিক সংখ্যা ইংরেজির কোন অক্ষর দ্বারা প্রকাশ করা হয়?

ক. Z খ. A

গ. M ঘ. N

৭. ভরসংখ্যাকে কী দ্বারা প্রকাশ করা হয়?

ক. P খ. A

গ. Z ঘ. M

সঠিক উত্তর

অধ্যায় ৩: ১. গ ২. গ ৩. ক ৪. খ ৫. খ ৬. ক ৭. খ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

শিক্ষা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন