default-image

অধ্যায় ৩

৮. কোনো মৌলের বা পরমাণুর আসল পরিচয় কোনটি?

ক. প্রতীক

খ. পরমাণুর ইলেকট্রন সংখ্যা

গ. পরমাণুর ভর সংখ্যা

ঘ. পারমাণবিক সংখ্যা

৯. নিয়নের নিউক্লিয়াসে কয়টি প্রোটন থাকে?

ক. 2 খ. 10

গ. 18 ঘ. 36

১০. K+ আয়নে ইলেকট্রন সংখ্যা কত?

ক. 18 খ. 19

গ. 20 ঘ. 39

বিজ্ঞাপন

১১. O-2 এর নিউট্রন সংখ্যা কত?

ক. 6 খ. 7

গ. 8 ঘ. 9

১২. Ca+2 এ ইলেকট্রন সংখ্যা কত?

ক. 18টি খ. 11টি

গ. 20টি ঘ. 38টি

১৩. পরমাণুর N শক্তিস্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত?

ক. 2 খ. 8

গ. 18 ঘ. 32

১৪. প্রতিটি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণক্ষমতার সূত্র কোনটি?

ক. (2l+1) খ. (2l+2)

গ. (4l+2) ঘ. 2l

১৫. রাদারফোর্ডের পরমাণু মডেল আবিষ্কৃত হয় কোন সালে?

ক. 1811 খ. 1813

গ. 1911 ঘ. 1913

সঠিক উত্তর

অধ্যায় ৩: ৮. ঘ ৯. খ ১০. ক ১১. গ ১২. ক

১৩. ঘ ১৪. গ ১৫. গ

শিক্ষা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন