রসায়ন | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ৩

৬৫. ১ গ্রাম হাইড্রোজেনের কয়টি অণু থাকে?

ক. 3.01 X 1023

খ. 3.61 X 1023

গ. 3.023 X 1023

ঘ. 6.023 X 1023

৬৬. ত্রয়ীসূত্র প্রদান করেন?

ক. মাদাম কুরি খ. ডোবেরাইনার

গ. নিউটন ঘ. আইনস্টাইন

৬৭. নিচের কোনটি তেজষ্ক্রিয় পদার্থ?

ক. ইউরেনিয়াম খ. বেনজিন

গ. নাইট্রাস ঘ. টলুইন

৬৮. কোন ধরনের আইসোটোপের সংখ্যা বেশি?

ক. সুস্থিত খ. অস্থিত

গ. নিস্ক্রিয় ঘ. তেজষ্ক্রিয়

৬৯. স্থায়ী কণিকা একত্রিত হয়ে কোনটি গঠিত হয়?

ক. মৌলিক কণিকা খ. পরমাণু

গ. অণু ঘ. আয়ন

৭০. ইলেকট্রনের ৫ম শেলে উপস্তর সংখ্যা কয়টি?

ক. 3 খ. 4

গ. 5 ঘ. 6

৭১. নিউক্লিয়াসের ব্যাস কত?

ক.103cm

খ.1010cm

গ.10-10cm

ঘ.10-15m

সঠিক উত্তর

অধ্যায় ৩: ৬৫. ক ৬৬. খ ৬৭. ক ৬৮. খ ৬৯. খ ৭০. ঘ ৭১. ঘ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল


চিন্ময় কুমার দাস, শিক্ষক
খুলনা জিলা স্কুল