default-image

অধ্যায় ৩

১৬. কোনটির বর্ণালী বোর পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারে?

ক. Na খ. He

গ. Be ঘ. H

১৭. বোর পরমাণু মডেল অনুসারে কোন শক্তিস্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান কোনটি?

ক. ​​ nh _ 2π ​​ খ. ​​ πh _ 2h ​​

গ. ​​ nh _ 3π ​​ ঘ. ​​ nh _ 2h ​​

১৮. হাইড্রোজেনের কয়টি আইসোটোপ প্রকৃতিতে পাওয়া যায়?

ক. ১টি খ. ২টি

গ. ৩টি ঘ. ৭টি

বিজ্ঞাপন

১৯. Cu এর পারমাণবিক ভর কত?

ক. 15.5 খ. 16

গ. 65.4 ঘ. 63.5

২০. নাইট্রিক এসিডের আপেক্ষিক আণবিক ভর কত?

ক. 44 খ. 52

গ. 63 ঘ. 68

২১. নিচের যে মৌলগুলোর ইলেকট্রন বিন্যাসে সাধারণ নিয়মের ব্যতিক্রম দেখা যায়—

i.Cu ii. Al

iii. Cr

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ৩: ১৬. ঘ ১৭. ক ১৮. গ ১৯. ঘ ২০. গ ২১. গ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

শিক্ষা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন