default-image

অধ্যায় ৩

১. s–ব্লকের মৌলসংখ্যা কত?

ক. ১৪ খ. ২৪

গ. ২৬ ঘ. ৩৬

২. p–ব্লকের মৌলসংখ্যা কত?

ক. ১৪ খ. ৩৬

গ. ৪১ ঘ. ২৭

৩. d–ব্লকের মৌলসংখ্যা কত?

ক. ১৪ খ. ৩৬

গ. ৪১ ঘ. ২৭

৪. কোনো মৌলের পরমাণুর যোজ্যতাস্তরে ns2np5 ইলেকট্রন বিন্যাস থাকলে ওই মৌলের অবস্থান পর্যায় সারণিতে কোন গ্রুপে হবে?

ক. 15 (5A) খ. 5 (5B)

গ. 17 (7A) ঘ. 2 (2A)

৫. পর্যায় সারণিতে একই পর্যায়ে বাঁ থেকে ডান দিকের মৌলগুলোর ক্ষেত্রে কোন তথ্যটি সঠিক?

ক. আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়

খ. ইলেকট্রন আসক্তি হ্রাস পায়

গ. তড়িৎ ঋণাত্মকতা অপরিবর্তিত থাকে

ঘ. পরমাণুর আকার বাড়তে থাকে

৬. ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হতে যে শক্তির প্রয়োজন হয়, তাকে কী বলে?

ক. ইলেকট্রন আসক্তি

খ. তড়িৎ ঋণাত্মকতা

গ. আয়নিক পটেনশিয়াল

ঘ. আয়নীকরণ শক্তি

বিজ্ঞাপন

৭. আয়ন রঙিন হয়—

i. বহিঃস্তরের ইলেকট্রনের ধাপান্তর ঘটলে

ii. বহিঃস্তরে অপূর্ণ d অরবিটাল থাকলে

iii. ইলেকট্রন বিন্যাস [Ar] ns2 (n-1)d o হলে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৮. SiO2 কোন ধর্মী অক্সাইড?

ক. অম্লীয় খ. ক্ষারীয়

গ. উভধর্মী ঘ. নিরপেক্ষ

৯. NCl3 অণুর আকৃতি কী রূপ?

ক. ত্রিভুজাকার খ. পিরামিডীয়

গ. চতুস্তলকীয় ঘ. কৌণিক

১০. তৃতীয় পর্যায়ের প্রথম চারটি মৌলের কোন ধর্মটি ক্রমাগত বৃদ্ধি পায়?

ক. পারমাণবিক ব্যাসার্ধ

খ. আয়নীকরণ শক্তি

গ. মৌলের গলনাঙ্ক

ঘ. ধাতব ধর্ম

১১. কোনটির আয়নীকরণ শক্তি বেশি?

ক. কার্বন খ. নাইট্রোজেন

গ. অক্সিজেন ঘ. ফসফরাস

সঠিক উত্তর

অধ্যায় ৩: ১. ক ২. খ ৩. গ ৪. গ ৫. ক ৬. ঘ

৭. ক ৮. ক ৯. খ ১০. গ ১১. খ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

শিক্ষা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন