রাবিতে অনার্সে ভর্তি আবেদনের সময় বাড়ল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে।

গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়টির অফিশিয়াল ওয়েবসাইটে রেজিস্ট্রার মো. আবদুস সালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির আবেদনের সময়সীমা আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এই শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ক্লাস শুরুর তারিখ আগামী ২১ ডিসেম্বর পুনর্নির্ধারণ করা হলো।