বর্তমানে করোনা মহামারিকালে ঘরে বন্দী থাকা শিশুদের সৃজনশীল কাজে উৎসাহিত করতে শিশু বিষয়ক সাংস্কৃতিক প্রতিষ্ঠান ‘শিশু কানন’এর উদ্যোগে সেবাধর্মী শিশুতোষ চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এই আয়োজনে শিশু শ্রেণি থেকে ৮ম শ্রেণির শিশুরা অংশ নিতে পারবে। শিশুরা তাদের ইচ্ছেমতো যে কোনো ছবি এঁকে তা পাঠাতে পারবে। ছবির মাপ: ১০ ইঞ্চি/ ১৫ ইঞ্চি। অংশগ্রহণে ইচ্ছুক ছোট্ট বন্ধুদের আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে নাম নিবন্ধন ও ছবি পাঠাতে হবে। শিশুদের আঁকা এসব ছবি যে কেউ কিনতে পারবে। বিক্রয়লব্ধ অর্থ করোনাকালে সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় ব্যয় করা হবে।
ছবি পাঠানোর ঠিকানা: শিশু কানন, ১৪-এ/১ নীচতলা, শহীদ সলিমুল্লাহ রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭। মোবাইল: ০১৭১৬-৮৮৮৫৫১।