default-image

জন্মভূমি

১৮. কবির সৌন্দর্যবোধ প্রকাশ পেয়েছে নিচের কোন পঙ্‌ক্তিতে?

ক. সার্থক জনম আমার জন্মেছি এই দেশে

খ. শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে

গ. কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে

ঘ. জানি নে তোর ধন রতন আছে কি না রানির মতন

১৯. ‘রক্তকরবী’ কোন জাতীয় রচনা?

ক. উপন্যাস খ. নাটক

গ. কাব্য ঘ. প্রবন্ধ

২০. জন্মভূমিকে ভালোবাসতে পেরে কবি কী অনুভব করেন?

ক. জীবনের সার্থকতা

খ. আনন্দ

গ. বেদনা

ঘ. হতাশা

২১. জন্মভূমির বিচিত্র সৌন্দর্য কবির মনকে কী করে?

ক. পাগল করে খ. বাক্‌হীন করে

গ. আকুল করে ঘ. অনুপ্রেরণা দেয়

২২. ‘ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা’—‘জন্মভূমি’ কবিতার সঙ্গে চরণটির সাদৃশ্য কোথায়?

ক. স্বদেশ ভাবনায়

খ. আত্মভাবনায়

গ. মুক্ত চেতনায়

ঘ. ভাবের গভীরতায়

২৩. ‘জন্মভূমি’ কবিতায় প্রধানত ব্যক্ত হয়েছে—

i. কবির দেশপ্রেম

ii. কবির বেদনা

iii. কবির আশাবাদ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৪. কবির জনম সার্থক হয়েছে—

i. এ দেশে জন্মেছে বলে

ii. মাতৃভূমিকে ভালোবেসেছেন বলে

iii. জন্মভূমি রানির মতো ঐশ্বর্যশালিনী বলে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৫. ‘শীতল হয়’ অর্থ প্রকাশ করে কোনটি?

ক. ছায়ায় খ. জুড়ায়

গ. পাড়ায় ঘ. বাড়ায়

২৬. ‘গগন’ শব্দের অর্থ কী?

ক. মেঘ খ. আকাশ

গ. হীরক ঘ. বাতাস

২৭. কবি মাতৃভূমির স্নেহছায়ায় কী লাভ করেছেন?

ক. দুঃখ-কষ্ট খ. গাড়ি-বাড়ি

গ. সুখ-শান্তি ঘ. টাকাপয়সা

২৮. কোন গ্রন্থের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন?

ক. ক্ষণিকা খ. বলাকা

গ. সোনার তরী ঘ. গীতাঞ্জলি

সঠিক উত্তর

জন্মভূমি: ১৮. গ ১৯. খ ২০. ক ২১. গ ২২. ক ২৩. খ ২৪. ক ২৫. খ ২৬. খ ২৭. গ ২৮. ঘ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

*আমিনুল ইসলাম, প্রভাষক, উত্তরা মডেল স্কুল, ঢাকা

বিজ্ঞাপন
শিক্ষা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন