সমন্বিত ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের সুবিধাকে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ শিক্ষামন্ত্রীর

শিক্ষামন্ত্রী দীপু মনি। ফাইল ছবি

বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের সুবিধাকে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। শিক্ষামন্ত্রী বলেছেন, শিক্ষার্থী ও অভিভাবকদের হয়রানি কমাতে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি কার্যক্রম শুরু করা হয়েছে। সে জন্য ভর্তি পরীক্ষায় যেন তাদের কোনো ভোগান্তি না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।

সোমবার বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আয়োজিত এক আলোচনা সভায় শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। এ সময় শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীর ধারণক্ষমতা অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তি করানো উচিত। শুধু সংখ্যার বিচারে নয়, শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকাই প্রধান হওয়া উচিত।

স্বাধীনতা দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ‘বঙ্গবন্ধু: বাংলাদেশ জাতিরাষ্ট্র সৃষ্টির মহানায়ক’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইমদাদুল হক, কোষাধ্যক্ষ কামালউদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মশিউর রহমান এবং স্বাগত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক লুৎফর রহমান।
এ সময় বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, হলের প্রভোস্ট, প্রক্টর, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।