সড়কের সংসদীয় কমিটির সভাপতি বিরোধী দল থেকে, মাশরাফি পরিকল্পনার সদস্য
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি করা হয়েছে বিরোধী দল থেকে। জাতীয় পার্টির সংরক্ষিত আসনের সদস্য রওশন আরা মান্নানকে এই কমিটির সভাপতি করা হয়েছে। এর আগে এই কমিটির সভাপতি ছিলেন প্রয়াত সাংসদ একাব্বর হোসেন।
আজ শনিবার জাতীয় সংসদে কমিটিটি পুনর্গঠন করা হয়। এ ছাড়া জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে পরিকল্পনা মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য করা হয়েছে। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী কমিটি পুনর্গঠনের প্রস্তাব সংসদে তোলেন।