অধ্যায় ২
২৪. যিনি চালান প্রেরক, তাকে বলা যায়—
i. বিক্রেতা
ii. সরবরাহকারী
iii. পাওনাদার
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. i ও iii ঘ. i, ii ও iii
২৫. ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন ৫,০০০ টাকা। এখানে কোন কোন উপাদান পরিবর্তন হয়?
ক. A ও E বৃদ্ধি খ. A ও E হ্রাস
গ. L বৃদ্ধি ঘ. L হ্রাস
২৬. মালিক কর্তৃক পণ্য উত্তোলন করা হলে হিসাব সমীকরণের কোন কোন উপাদানের পরিবর্তন ঘটে?
ক. A খ. E গ. L
ঘ. E একবার বাড়বে আরেকবার কমবে
২৭. কোনটি সঠিক?
ক. A=L-E খ. A=L+E
গ. L=A+E ঘ. A+L=E
সঠিক উত্তর
অধ্যায় ২: ২৪. ঘ ২৫. খ ২৬. ঘ ২৭. খ
মুহাম্মদ আলী, সিনিয়র শিক্ষক
মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা
বিজ্ঞাপন
মন্তব্য করুন