অধ্যায় ২
১. দৈনন্দিন জীবনে হিসাব ব্যবস্থার প্রয়োজনীয়তা মানুষ কখন থেকে অনুভব করছে?
ক. সুপ্রাচীনকাল
খ. আধুনিক কাল
গ. একাদশ শতাব্দীতে
ঘ. চতুর্দশ শতাব্দীতে
২. ঘটনা কয় প্রকার?
ক. ২ প্রকার খ. ৩ প্রকার
গ. ৪ প্রকার ঘ. ৫ প্রকার
৩. লেনদেন শব্দটির অভিধানগত অর্থ কি?
ক. প্রতিদান খ. দান
গ. গ্রহণ ও দান ঘ. বিনিময়
৪. প্রতিটি লেনদেনে কমপক্ষে কয়টি পক্ষ জড়িত থাকে?
ক. ২ খ. ৩
গ. ৪ ঘ. ৫
৫. যে ঘটনার দ্বারা প্রতিষ্ঠানের সম্পদ, দায় ও মালিকানা স্বত্বের পরিবর্তন হয় তাকে কী বলে?
ক. ঘটনা খ. লেনদেন
গ. হিসাব ঘ. ডেবিট ও ক্রেডিট
৬. ‘স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র’ কিসের বৈশিষ্ট্য?
ক. জাবেদা খ. হিসাববিজ্ঞান
গ. লেনদেন
ঘ. হিসাবরক্ষণ
৭. হিসাব সমীকরণটি কোনটি?
ক. A=L+E খ. A+L=E
গ. A=L-E ঘ. L-E=A
৮. A=L-E সমীকরণে A উপাদানটি কী নির্দেশ করে?
ক. মোট সম্পদ খ. নিট লাভ
গ. মোট দায় ঘ. স্থায়ী সম্পদ
সঠিক উত্তর
অধ্যায় ২: ১. ক ২. ক ৩. গ ৪. ক ৫. খ ৬. গ ৭. ক ৮. ক
বাকি অংশ ছাপা হবে আগামীকাল