অধ্যায় ২
১৯. লেনদেন বলতে কী বোঝায়?
ক. দেনা-পাওনা
খ. একটি হিসাব
গ. বিনিময়
ঘ. অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য
কোনো ঘটনা
২০. অর্থসম্পর্কীয় ঘটনা থেকে উৎপত্তি কিসের?
ক. হিসাবের খ. লেনদেনের
গ. ব্যবসায়ের ঘ. সমীকরণের
২১. সম্পত্তির ওপর মালিকের ও পাওনাদারের অধিকার বা দাবিকে দায় বলার উদ্দেশ্য কেন?
ক. মালিক ও পাওনাদারের কাছে প্রতিষ্ঠান ঋণী থাকে
খ. প্রতিষ্ঠান মালিক ও পাওনাদারের কাছ থেকে টাকা পায়
গ. মালিক ও পাওনাদার কারবারের মুনাফা পায়
২২. সব ধরনের ঘটনা কী?
ক. জাবেদা খ. খতিয়ান
গ. লেনদেন ঘ. লেনদেন নয়
ঘ. প্রতিষ্ঠানের উন্নয়নে এদের ভূমিকা অতীব গুরুত্বপূর্ণ
২৩. অর্থের দ্বারা পরিমাপযোগ্য হওয়া সত্ত্বেও কোনো ঘটনা লেনদেন না হওয়ার কারণ—
i. ঘটনাটি দৃশ্যমান না হলে
ii. দুটি পক্ষ বা হিসাব খাত না থাকলে
iii. ঘটনার দ্বারা আর্থিক অবস্থার পরিবর্তন না হলে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ২: ১৯. ঘ ২০. খ ২১. ক ২২. ঘ ২৩. গ