default-image

অধ্যায় ২

নিচের অনুচ্ছেদটি পড়ে ৪২-৪৪ নম্বর প্রশ্নের উত্তর দাও। জনাব ফাহিম ২০,০০০ টাকার পণ্য জনাব তামিমের কাছে বিক্রয় করেন এবং নগদে ১০,০০০ টাকায় গ্রহণ করেন।

৪২. লেনদেনটির জন্য উপযুক্ত দলিল প্রস্তুত করবেন—

i. জনাব ফাহিম ii. জনাব তামিম

iii. বিক্রেতা

নিচের কোনটি সঠিক

ক. i খ. ii

গ. i ও ii ঘ. i ও iii

৪৩. লেনদেনটির দ্বারা জনাব ফাহিমের কারবারের হিসাব সমীকরণের—

i. A বৃদ্ধি পেয়েছে ii. E বৃদ্ধি পেয়েছে

iii. L বৃদ্ধি পেয়েছে

নিচের কোনটি সঠিক?

ক. i খ. i ও ii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪৪. লেনদেনটি দ্বারা তামিম ব্যবসায়ের হিসাব সমীকরণের যে পরিবর্তন হয়—

i. A ii. A ও E

iii. A, L ও E

নিচের কোনটি সঠিক?

ক. i খ. ii

গ. iii ঘ. i ও ii

নিচের অনুচ্ছেদটি পড়ে ৪৫-৪৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।

২০১২ সালের ১ জানুয়ারি জনাব তারেক নিজস্ব ৫,০০,০০০ টাকা স্ত্রীর গচ্ছিত ২,০০,০০০ টাকা এবং নিকটতম বন্ধুর ৩,০০,০০০ টাকা ঋণের আশ্বাস পেয়ে ব্যবসা শুরু করেন।

৪৫. জনাব তারেকের ব্যবসায়ের আর্থিক পরিবর্তন ঘটেছে কত টাকার?

ক. ২,০০,০০০ টাকার

খ. ৩,০০,০০০ টাকার

গ. ৭,০০,০০০ টাকার

ঘ. ১০,০০,০০০ টাকার

বিজ্ঞাপন

৪৬. ৩,০০,০০০ টাকার ঘটনাটি ব্যবসায়ের জন্য একটি—

i. লেনদেনে ii. ঘটনা

iii. অর্থের অঙ্কে পরিমাপযোগ্য ঘটনা

নিচের কোনটি সঠিক?

ক. i খ. ii

গ. i ও ii ঘ. ii ও iii

৪৭. ২,০০,০০০ টাকার লেনদেন দ্বারা হিসাব সমীকরণের কোন পরিবর্তন হবে?

ক. A বৃদ্ধি খ. L বৃদ্ধি

গ. A ও E হ্রাস ঘ. A ও E বৃদ্ধি

৪৮. লেনদেনের দ্বারা ব্যবসায়ের আর্থিক অবস্থায় পরিবর্তন হয়—

i. নগদ তহবিলের ii. ঋণের

iii. মূলধনের

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪৯. শামীমের কাছ থেকে ১,০০০ টাকার পণ্য ফেরত এল। এ লেনদেন হিসাবভুক্ত করার প্রমাণ্য দলিল কোনটি?

ক. ক্রেডিট নোট খ. ডেবিট নোট

গ. চালান ঘ. ক্যাশ মেমো

৫০. লেনদেন-সংক্রান্ত ঘটনা কী?

ক. সব সময়ই দৃশ্যমান

খ. দৃশ্যমান না-ও হতে পারে

গ. কখনো দৃশ্যমান নয়

ঘ. দৃশ্যমান এবং অদৃশ্যমান উভয়ই

হতে পারে

সঠিক উত্তর

অধ্যায় ২: ৪২. ঘ ৪৩. খ ৪৪. গ ৪৫. গ

৪৬. খ ৪৭. ঘ ৪৮. খ ৪৯. ক ৫০. ঘ

শিক্ষা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন