এসএসসি পরীক্ষা সংক্ষিপ্ত : হিসাববিজ্ঞানের বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ৩

২৯. একতরফা দাখিলায় লাভ-লোকসান কোনটি প্রয়োগের মাধ্যমে নির্ণয় করা হয়?

ক. (সমাপনী মূলধন+উত্তোলন)-(প্রারম্ভিক-অতিরিক্ত মূলধন)

খ. (সমাপনী মূলধন-উত্তোলন)-(প্রারম্ভিক-অতিরিক্ত মূলধন)

গ. (সমাপনী মূলধন+উত্তোলন)-(প্রারম্ভিক+অতিরিক্ত মূলধন)

ঘ.(সমাপনী মূলধন-উত্তোলন)-(প্রারম্ভিক-অতিরিক্ত মূলধন)

৩০. হিসাবরক্ষণের প্রচলিত বিশেষ ও বিকল্প ব্যবস্থাটি কী নামে পরিচিত?

ক. একতরফা দাখিলা পদ্ধতি

খ. দুই তরফা দাখিলা পদ্ধতি

গ. সনাতন পদ্ধতি

ঘ. আধুনিক পদ্ধতি

৩১. হিসাবের মোট ডেবিট সর্বদা মোট ক্রেডিটের সমান হয় এ ধারণার ভিত্তিতে আমরা কী প্রস্তুত করি?

ক. হিসাবের নীতিমালা

খ. হিসাবের ছক

গ. হিসাব উপাত্ত

ঘ. হিসাব সমীকরণ

৩২. ব্যাংক ঋণ গ্রহণে ব্যবসায় কী বৃদ্ধি পাবে?

ক. স্বত্বাধিকার

খ. মূলধন

গ. চলতি দায়

ঘ. দীর্ঘমেয়াদি দায়

সঠিক উত্তর

অধ্যায় ৩: ২৯. গ ৩০. ক ৩১. ঘ ৩২. ঘ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল