default-image

অধ্যায় ২

৩৭. মাসের শুরুতে উত্তোলন করলে উত্তোলনের ওপর কত মাসের সুদ ধরতে হয়?

ক. ৫.৫ খ. ৬

গ. ৬.৫ ঘ. ১২

৩৮. প্রতি মাসের শুরুতে ১০০ টাকা করে উত্তোলন করলে ৫% হারে সুদ হবে কত টাকা?

ক. ২৫ খ. ২৭.৫০

গ. ৩০ ঘ. ৩২.৫০

৩৯. এক বা একাধিক অংশীদার কর্তৃক অন্য একজন অংশীদারকে কাঙ্ক্ষিত মুনাফা দেওয়ার প্রতিশ্রুতিকে কী বলে?

ক. অস্তিত্ব খ. নিশ্চয়তা

গ. সম্মতি ঘ. আশ্বস্ত

৪০. নিট মুনাফা ২০,০০০ টাকা এবং কমিশন পূর্ববর্তী মুনাফার ওপর কমিশন ২০% হলে কমিশন কত টাকা?

ক. ৩,৩৩৩ খ. ৪,০০০

গ. ৫০০০ ঘ. ২৫,০০০

৪১. অংশীদারি কারবারে সমন্বিত মূলধন হিসাবে দেওয়া থাকে—

ক. মুনাফা খ. বেতন

গ. প্রারম্ভিক মূলধন

ঘ. সমাপনী মূলধন

বিজ্ঞাপন

৪২. কোন ব্যবসায়ে মালিকানা অবাধে হস্তান্তরযোগ্য নয়?

ক. অংশীদারি ব্যবসায়

খ. পাবলিক লি. কোং

গ. হোল্ডিং কোং

ঘ. সাবসিডিয়ারি কোম্পানি

৪৩. অংশীদারদের মধ্যে মুনাফা বণ্টিত হয়—

i. চুক্তি অনুসারে

ii. চুক্তির অবর্তমানে সমানভাবে

iii. চুক্তির অবর্তমানে মূলধন অনুপাতে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪৪. অংশীদারি ব্যবসায়ের অপরিহার্য উপাদান—

i. অংশীদারি চুক্তি

ii. সদস্যসংখ্যা

iii. অসীম দায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪৫. উত্তম অংশীদারি চুক্তিপত্র হচ্ছে—

i. লিখিত

ii. মৌখিক

iii. নিবন্ধিত

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ২: ৩৭. গ ৩৮. ঘ ৩৯. খ ৪০. খ

৪১. ঘ ৪২. ক ৪৩. ক ৪৪. ঘ ৪৫. ঘ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

শিক্ষা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন