৩৩ শিক্ষক-কর্মকর্তাকে প্রণোদনা দিল ইডিইউ

করোনার শুরু থেকে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নিয়মিত দায়িত্বের বাইরে দায়িত্বশীল ভূমিকা রাখায় ৩৩ শিক্ষক ও কর্মকর্তাকে আর্থিক প্রণোদনা ও সম্মাননা জানিয়েছে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি (ইডিইউ)। আজ বুধবার বিশ্ববিদ্যালয়টির বায়েজিদের নতুন ক্যাম্পাসে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা তুলে দেওয়া হয়। পাঁচটি বিভাগে ৩৩ শিক্ষক-কর্মকর্তাকে সম্মাননা স্মারকের পাশাপাশি প্রণোদনা বাবদ ১২ লাখ টাকা তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক বিশ্বজিৎ চন্দ। সভাপতিত্ব করেন ইডিইউর উপাচার্য মুহাম্মদ সিকান্দার খান। বিশেষ অতিথি ছিলেন ইডিইউর প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মোহাম্মদ শাহাদত হোসেন। এ ছাড়া অতিথি ছিলেন ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক মো. ওমর ফারুখ, উপপরিচালক রাবেয়া খন্দকার ও সহকারী পরিচালক শাহনাজ সুলতানা। স্বাগত বক্তব্য দেন ইডিইউর রেজিস্ট্রার সজল কান্তি বড়ুয়া।

বিশ্বজিৎ চন্দ বলেন, ‘উন্নত রুচির ছোঁয়ায় শিক্ষার উপযুক্ত পরিবেশ গড়ে তোলা হয়েছে ইস্ট ডেল্টায়। যে প্রতিষ্ঠান কর্মীদের কাজের স্বীকৃতি দেয়, তার সাফল্য অবশ্যম্ভাবী।’
সাঈদ আল নোমান বলেন, ‘করোনার শুরু থেকে ইডিইউ যে ইতিবাচক ও যুগান্তকারী রূপান্তর ঘটিয়েছে, তা প্রতিটি বিভাগের কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও দায়িত্বশীলতা ছাড়া দুরূহ ছিল। প্রত্যেকেই উল্লেখযোগ্য কাজ করে গেলেও কেউ কেউ রেখেছেন অসামান্য ভূমিকা। তাঁদের কাজের স্বীকৃতি দেওয়া প্রয়োজন বলে মনে করেছি আমরা।’

অনুষ্ঠানে আবদুল্লাহ আল নোমান ‘এমপ্লয়ি অব দ্য ইয়ার’ সম্মাননায় ভূষিত হন। শিক্ষকদের মধ্যে স্কুল অব বিজনেসের অ্যাসোসিয়েট ডিন রকিবুল কবির ও প্রশাসনের মধ্যে আইটি অ্যান্ড ইনোভেশনসের সহকারী ব্যবস্থাপক মোফাজ্জল উদ্দিন পুরস্কৃত হন। বিজ্ঞপ্তি