ঢাবি অধিভুক্ত সাত কলেজের তৃতীয় বর্ষের ফরম পূরণ শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজকোলাজ: প্রথম আলো

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের ডিগ্রি তৃতীয় বর্ষের বিশেষ পরীক্ষার ফরম পূরণ শুরু হয়েছে। ফরম পূরণ চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। গত রোববার এ–সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সাত কলেজের ওয়েবসাইটে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সরকারি সাত কলেজে বর্তমানে ডিগ্রি পাসকোর্সে নতুন করে শিক্ষার্থী ভর্তি বন্ধ রয়েছে। ফলে যেসব শিক্ষার্থী এখনো অধ্যয়নরত আছেন, তাঁদের একটি আবেদন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সহানুভূতির সঙ্গে বিবেচনা করে একটি বিশেষ পরীক্ষার (১ম, ২য় ও ৩য় বর্ষের সমন্বিত) আয়োজন করেছে। ইতোমধ্যে ১ম ও ২য় বর্ষের ফরম পূরণ শেষ হওয়া সত্ত্বেও যেসব শিক্ষার্থী (১ম ও ২য় বর্ষ) ফরম পূরণ করতে পারেনি তাঁরা ৯ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত ফরম পূরণ করতে পারবেন (আগে ১ম ও ২য় বর্ষের ফরম পূরণের বিজ্ঞপ্তিতে পরীক্ষায় অংশগ্রহণের শর্তাবলি উল্লেখিত)। এ ছাড়া কলেজ কর্তৃক অনলাইনে ভেরিফিকেশন ও ব্যাংক ড্রাফটের শেষ ২৫ সেপ্টেম্বর (১ম, ২য় ও ৩য় বর্ষের জন্য প্রযোজ্য।

২০২০ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ সমন্বিত বিশেষ পরীক্ষার ফরম পূরণ নির্ধারিত তারিখ অনুযায়ী অনলাইনে শেষ করা হবে। পরীক্ষার তারিখ ও বিস্তারিত সময়সূচি যথাসময়ে ঘোষণা করা হবে।

আরও পড়ুন

ফরম পূরণে ফি কত

৩য় বর্ষের অনিয়মিত পরীক্ষার্থীদের ৭০০ টাকা ফি, মার্কসিট ৪৫০ টাকা, ইন-কোর্স ফি ১০০ টাকা এবং ব্যবহারিক ফি প্রতি বিষয়ে ১৫০ টাকা হারে সর্বমোট ১ হাজার ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সার্টিফিকেট কোর্সের জন্য প্রতি পত্রে ১০০ টাকা হারে, ইনকোর্স ১০০ টাকা, মার্কসিট ৪৫০ টাকা। সর্বমোট ৬৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন

কেন্দ্র ফি- তত্ত্বীয় (প্রতি পরীক্ষার্থী) কলেজে জমা হবে কলেজের অংশ ৩০০ আর কেন্দ্রীয় অংশ ৪৫০ টাকা। মোট ৭৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

ব্যবহারিক ফি কলেজের অংশে প্রতি বিষয়ে ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

মানোন্নয়ন ফি প্রতিপত্রে ১০০ টাকা হারে এবং বিশেষ অন্তর্ভুক্তি ফিসহ মোট ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

* বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন

আরও পড়ুন