রাবি ভর্তি পরীক্ষা: প্রবেশপত্র ডাউনলোডের সময় বাড়ল
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রবেশপত্র ডাউনলোডের সময় বাড়ানো হয়েছে। বর্ধিত সময় অনুযায়ী, ২৮ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীরা। যাঁরা নির্ধারিত সময়ের মধ্যে নানা কারণে প্রবেশপত্র ডাউনলোড করতে পারেননি, তাঁরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত ডাউনলোড করতে পারবেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের সময় ১৬ সেপ্টেম্বর শুরু হয়ে শেষ হয় ২২ সেপ্টেম্বর রাত ১২টায়। কিন্তু তারপরও কিছু শিক্ষার্থী প্রবেশপত্র ডাউনলোড করতে পারেননি। তাই নতুন এ তারিখ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আগামী ৪ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হয়ে চলবে ৬ অক্টোবর পর্যন্ত। এ বছর ৮০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার ভর্তি পরীক্ষায় এসএসসি ও এইচএসসিতে প্রাপ্ত জিপিএর ওপর কোনো নম্বর থাকছে না।
www.ruac.bd/admission ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীরা।
ভর্তি পরীক্ষা কবে
আগামী ৪ অক্টোবর (সোমবার) ‘সি’ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষা অনুষ্ঠিত হবে। তিনটি শিফটে এই ইউনিটের পরীক্ষা হবে। প্রথম শিফটে পরীক্ষা সকাল সাড়ে নয়টায় শুরু হয়ে শেষ হবে সাড়ে ১০টায়। প্রথম শিফটে বিজ্ঞানের গ্রুপ-১–এর শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন। দ্বিতীয় শিফটের পরীক্ষা দুপুর ১২টায় শুরু হয়ে শেষ হবে বেলা ১টায়। এই শিফটের পরীক্ষায় অংশগ্রহণ করবেন বিজ্ঞানের গ্রুপ-২–এর শিক্ষার্থীরা। তৃতীয় শিফটের পরীক্ষা বেলা তিনটায় শুরু হয়ে শেষ হবে চারটায়। এ শিফটে বিজ্ঞানের গ্রুপ-৩–এর শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেবেন।
৫ অক্টোবর (মঙ্গলবার) ‘এ’ ইউনিটের পরীক্ষাও তিনটি শিফটে অনুষ্ঠিত হবে। বিজ্ঞান, মানবিক, বাণিজ্য সব বিভাগের শিক্ষার্থীরা এ ইউনিটে পরীক্ষা দিতে পারবেন।
এ ছাড়া আগামী ৬ অক্টোবর (বুধবার) ‘বি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষাও অনুষ্ঠিত হবে তিনটি শিফটে।
পরীক্ষা পদ্ধতি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবারের ভর্তি পরীক্ষা শুধু বহুনির্বাচনী পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। ১০০ নম্বরের পরীক্ষায় মোট ৮০টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে, সময় এক ঘণ্টা। প্রতিটি প্রশ্নের মান ১ দশমিক ২৫। প্রতিটি ভুল উত্তরের দশমিক ২০ করে নম্বর কাটা হবে। অর্থাৎ, ৫টি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা যাবে। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর ৪০।