শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, ৪ জানুয়ারি থেকে ভর্তি শুরু

ফাইল ছবি

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২০-২১ সেশনের স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি কার্যক্রম আগামী ৪ জানুয়ারি থেকে শুরু হবে। এর আগে গত শুক্রবার রাতে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের র‍্যাঙ্ক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে।

শাবিপ্রবির ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক মুশতাক আহমদ প্রথম আলোকে জানান, যেসব শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন, তাঁদের প্রত্যেকের র‍্যাঙ্ক https://admission.sust.edu.bd ওয়েবসাইটে দেওয়া হয়েছে। এ র‍্যাঙ্ক ভর্তি পরীক্ষার ফলাফলের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে করা হয়েছে। তাই তালিকায় থাকা সবাই ভর্তি হতে পারবেন না। বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট আসনের জন্য তালিকার র‍্যাঙ্ক অনুযায়ী শিক্ষার্থীদের ডাকা হবে।

ফাইল ছবি

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছর প্রথমবারের মতো শাবিপ্রবিসহ দেশের ২০টি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ভর্তি-ইচ্ছুক ৩০ হাজার ২৩৭ জন শিক্ষার্থী শাবিপ্রবিতে ভর্তির জন্য আবেদন করেছেন। এর মধ্যে ‘এ-১’ ইউনিটে ১৪ হাজার ২৬৫ জন, ‘এ-২’ ইউনিটে ৫৩৬ জন এবং ‘বি’ ইউনিটে ১৫ হাজার ৪৩৬ জন শিক্ষার্থী আবেদন করেছেন। শাবিপ্রবিতে মোট আসন আছে ১ হাজার ৬৮৭টি।