উচ্চশিক্ষায় শিক্ষকদের ভূমিকা নিয়ে নর্দান ইউনিভার্সিটির ওয়ার্কশপ

.
.

‘উচ্চশিক্ষায় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ভূমিকা, দায়িত্ব ও নৈতিক মূলনীতি’ সম্পর্কে নর্দান ইউনিভার্সিটিতে সম্প্রতি দিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। গবেষণার মানোন্নয়নের জন্য বিশ্বব্যাংক ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সহায়তায় এর আয়োজন করে বিশ্ববিদ্যালয়টির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল। এতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. এ ডব্লিউ এম আব্দুল হক ও সহ-উপাচার্য অ্যাপক ড. আনোয়ারুল করীম, ট্রেজারার মো. আনোয়ার হোসাইন, রেজিস্ট্রার লে. কর্নেল (অব.) একতেদার আহমদ সিদ্দিকী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।