ক্যারিয়ার শিক্ষা

 বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ ক্যারিয়ার শিক্ষা বিষয়ের বহুনির্বাচনি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব।

১১৩। নেতিবাচক মনোভাব সাফল্যকে কী করে?
ক. বাধাগ্রস্ত খ. ত্বরান্বিত গ. গতিশীল ঘ. তাত্পর্যপূর্ণ
১১৪। কোন ধরনের মনোভাব কর্মক্ষেত্রে সফলতা অর্জনের জন্য
খুবই দরকার?
ক. নেতিবাচক খ. ইতিবাচক গ. গুণবাচক ঘ. ব্যক্তিবাচক
১১৫। একজন আশাবাদী মানুষ অনেক সমস্যার মধ্যেও কী খুঁজে পান?
ক. অনুভূতি খ. আবেগ গ. আনন্দ ঘ. সম্ভাবনা
১১৬। কাজ আর লক্ষ্যের মধ্যে মিল না থাকলে কী করা উচিত?
ক. কাজ চালিয়ে যাওয়া খ. কাজ না করা
গ. কাজে গতি বৃদ্ধি করা ঘ. কাজে বেশি মনোযোগ দেওয়া
১১৭। সব সময় কোন ধরনের মানুষের সঙ্গে মেশার চেষ্টা করতে হবে?
ক. ইতিবাচক মনোভাবসম্পন্ন খ. নেতিবাচক মনোভাবসম্পন্ন
গ. অসত্ মনোভাবসম্পন্ন ঘ. গুণবাচক মনোভাবসম্পন্ন
১১৮। মনোযোগী শ্রোতা হতে হলে কিসের অভ্যাস গড়ে তুলতে হবে?
ক. মনোযোগ দিয়ে শোনার খ. বক্তব্যের মাঝখানে কথা বলার
গ. মানসিক ও শারীরিকভাবে অস্থির থাকার
ঘ. বক্তার চোখের দিকে তাকিয়ে কথা না শোনার
১১৯। ব্যক্তিগত আচরণ কোনটি স্থাপনের জন্য খুবই গুরুত্বপূর্ণ?
ক. কার্যকর সংযোগ খ. অদৃঢ় সংযোগ
গ. অকার্যকর সংযোগ ঘ. সামাজিক সংযোগ
১২০। মানুষের আবেগ, অনুভূতি ও মনোভাবের বহিঃপ্রকাশকে কী বলে?
ক. মনোভাব খ. আবেগ গ. অনুভূতি ঘ. ব্যক্তিগত আচরণ
১২১। কোনো কিছুর প্রতি আমাদের যে ভালোলাগা বা মন্দলাগা তার প্রকাশকে কী বলে?
ক. আবেগ খ. অনুভূতি গ. মনোভাব ঘ. দৃষ্টিভঙ্গি
 বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক, বিএসএনএম স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

উত্তর
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
অধ্যায়-১: ৭৩. ঘ ৭৪. খ ৭৫. ক ৭৬. খ ৭৭. ঘ ৭৮. ক ৭৯. গ ৮০. গ ৮১. খ
অধ্যায়-২: ১. খ ২. গ ৩. ক ৪. ক
৫. ঘ ৬. গ
ক্যারিয়ার শিক্ষা
১১৩. ক ১১৪. খ ১১৫. ঘ ১১৬. গ ১১৭. ক ১১৮. ক ১১৯. ক ১২০. ঘ ১২১. ক