শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে উত্তরা ইউনিভার্সিটিতে ওয়ার্কশপ

.
.

উত্তরা ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে সম্প্রতি ‘এডুকেশন ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট ইন হায়ার এডুকেশন: স্পেশালি ইন টিচার এডুকেশন’ শীর্ষক দিনব্যাপী একটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। এতে মূল বক্তব্য উপস্থাপন করেন ইউনিভার্সিটির শিক্ষা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক তাসলিমা বেগম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এস এম ওয়াহিদুজ্জামান। এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রূহী রহমান ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. মাহাবুবুর রহমান। উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এম আজিজুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ওয়ার্কশপে ঢাকা বিভাগের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা অংশ নেন। বিজ্ঞপ্তি