২০১৪ সালের এসএসসি পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-৪৬

কার্টুন: মাসুক হেলাল
কার্টুন: মাসুক হেলাল

বহুনির্বাচনি প্রশ্ন  অংশ-১১
প্রিয় শিক্ষার্থীরা, আজ দেওয়া হলো রসায়ন বিষয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর।
অধ্যায়-১০
১০. কোনটি তীব্র তড়ি ৎ বিশ্লেষ্য পদার্থ?
ক. সোডিয়াম ক্লোরাইড খ. চিনি
গ. গ্লুকোজ ঘ. অ্যাসিটিক অ্যাসিড
উত্তর: ক. সোডিয়াম ক্লোরাইড
১১. চিনি বা গ্লুকোজ হচ্ছে—
ক. ইলেকট্রনীয় খ. তড়ি ৎ বিশ্লেষ্য গ. তড়ি ৎ প্রলেপন ঘ. তড়ি ৎ অবিশ্লেষ্য
উত্তর: ঘ. তড়ি ৎ অবিশ্লেষ্য।
১২. কোনটির বিজারণ আগে ঘটবে?
ক. Zn2+ খ. Cu2+ গ. H+ ঘ. Na+
উত্তর: খ. Cu2+
১৩। পানির তড়ি ৎ বিশ্লেষণে ক্যাথোডে কোনটি জমা হয়?

ক. H2 এবং O2 গ্যাস খ. H- আয়ন
গ. O2 গ্যাস ঘ. H2গ্যাস
উত্তর: খ. H- আয়ন
১৪। অ্যাম্পিয়ার কোনটির একক?
ক. বিদ্যু ৎ প্রবাহের খ. গতির
গ. বৈদ্যুতিক বিভবের ঘ. তাপমাত্রার
উত্তর: ক. বিদ্যু ৎ প্রবাহের
১৫। তড়ি ৎ বিশ্লেষণের সময় ক্যাথোড হচ্ছে—
ক. নিরপেক্ষ তড়ি ৎদ্বার খ. জারণ তড়ি ৎদ্বার
গ. বিজারণ তড়ি ৎদ্বার
ঘ. জারণ-বিজারণ কোনো বিক্রিয়া ঘটে না।
উত্তর: গ. বিজারণ তড়ি ৎদ্বার
১৬। সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের তড়ি ৎ বিশ্লেষণে কোন পদার্থটি উ ৎপন্ন হয় না?
ক. সোডিয়াম ধাতু খ. সোডিয়াম হাইড্রোক্সাইড
গ. হাইড্রোজেন ঘ. ক্লোরিন
উত্তর: ক. সোডিয়াম ধাতু
১৭। কপার সালফেটের তড়ি ৎ বিশ্লেষণের সময় কোন ক্ষেত্রে অ্যানোড ক্ষয়প্রাপ্ত হবে না?
ক. অ্যানোড কোন নিষ্ক্রিয় ধাতুর তৈরি হলে
খ. অ্যানোড কপার ধাতুর তৈরি হলে
গ. অ্যানোড কোন সক্রিয় ধাতুর তৈরি হলে
ঘ. অ্যানোড জিংক বা আয়রনের তৈরি হলে
উত্তর: ক. অ্যানোড কোন নিষ্ক্রিয় ধাতুর তৈরি হলে
১৮। ক্যাটায়ন আকৃষ্ট হয় কোথায়?
ক. দ্রবণে খ. ভোল্টমিটারে গ. অ্যানোডে ঘ. ক্যাথোডে
উত্তর: ঘ. ক্যাথোডে
১৯। অ্যানায়ন কী?
ক. ধনাত্মক আয়ন খ. ধনাত্মক তড়ি ৎদ্বার
গ. ঋণাত্মক আয়ন ঘ. ঋণাত্মক তড়ি ৎদ্বার
উত্তর: গ. ঋণাত্মক আয়ন
২০. ক্যাথোডকে কী বলে?
ক. ধনাত্মক তড়ি ৎদ্বার খ. নিরপেক্ষ তড়ি ৎদ্বার
গ. ঋণাত্মক তড়ি ৎদ্বার ঘ. অ্যামিটার
উত্তর: গ. ঋণাত্মক তড়ি ৎদ্বার
২১। বাইরের বিদ্যু ৎ উ ৎসের ধনাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত তড়ি ৎদ্বারকে কী বলে?
ক. ক্যাথোড খ. অ্যানায়ন গ. অ্যানোড ঘ. ক্যাটায়ন
উত্তর: গ. অ্যানোড
২২। প্লাটিনাম তড়ি ৎদ্বার ও সোডিয়াম ক্লোরাইডের লঘু দ্রবণের তড়ি ৎ বিশ্লেষণে ক্যাথোডে কী উ ৎপন্ন হয়?
ক. Na খ. Cl2 গ. H2 ঘ. O2
উত্তর: গ. H2
২৩। তড়ি ৎ বিশোধন প্রক্রিয়ায় ধাতু বিশুদ্ধকরণের সময় ধাতুটিকে ব্যবহার করা হয় কী হিসেবে?
ক. ক্যাথোড খ. তড়ি ৎ বিশ্লেষ্য গ. অ্যানোড ঘ. ভোল্টমিটার
উত্তর: গ. অ্যানোড
২৪। ঘড়ির চেইনে কোন ধাতুর প্রলেপ দিলে উজ্জ্বল দেখায়?
ক. ক্রোমিয়াম খ. সোডিয়াম গ. ক্যালসিয়াম ঘ. পটাশিয়াম
উত্তর: ক. ক্রোমিয়াম
২৫। লোহার জিনিসকে মরিচার হাত থেকে রক্ষার জন্য গ্যালভানাইজিংয়ের কাজে কোন ধাতু ব্যবহার করা হয়?
ক. Al খ. Zn গ. Cu ঘ. Pb
উত্তর: খ. Zn.
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

 শিক্ষক, খুলনা জিলা স্কুল অ্যান্ড কলেজ, খুলনা