হি সা ব বি জ্ঞা ন

প্রশ্নোত্তর 
# নিচের ঘটনাগুলো জনাব রাইয়ানের কারবার থেকে নেওয়া হয়েছে।
২০১৩ সালের জানু: ১ নগদ ৪০,০০০ টাকা পণ্যদ্রব্য ২০,০০০ টাকা এবং আসবাবপত্র ৩০,০০০ টাকা নিয়ে কারবার শুরু হলো।
জানু: ১০ নতুন আসবাবপত্র ক্রয় ১০,০০০ টাকা।
জানু: ১৫ পুরাতন আসবাবপত্র বিক্রয় ৫০০০ টাকা।
জানু: ২০ নগদে পণ্য ক্রয় ১২,০০০ টাকা।
জানু: ২৫ মালিক কারবারে ২০,০০০ টাকা দিলেন।
(ক) মূলধনের পরিমাণ কত? ২
(খ) জনাব রাইয়ানের জাবেদা করো। ৪
(গ) জনাব রাইয়ানের আসবাবপত্র হিসাব, নগদান হিসাব, ক্রয় হিসাব ও মূলধন হিসাব প্রস্তুত করো। (চলমান জের ছকে) ৪
উত্তর: (ক) জনাব রাইয়ানের মূলধনের পরিমাণ নির্ণয়:
বিবরণ টাকা টাকা
নগদান হিসাব
ক্রয় হিসাব
আসবাবপত্র হিসাব
অতিরিক্ত মূলধন
মূলধনের পরিমাণ ৪০,০০০
২০,০০০
৩০,০০০
৯০,০০০
২০,০০০

১১০০০০
(খ) জনাব রাইয়ানের জাবেদা
তারিখ বিবরণ খ.
পৃ. ডেবিট টাকা ক্রেডিট টাকা
২০১৩ জানু: ১ নগদান হিসাব—ডেবিট
ক্রয় হিসাব—ডেবিট
আসবাবপত্র হিসাব—ডেবিট
মূলধন হিসাব—ক্রেডিট
(নগদ টাকা, পণ্য দ্রব্য ও আসাবাবপত্র নিয়ে কারবার শুরু) ৪০,০০০
২০,০০০
৩০,০০০

৯০,০০০
জানু: ১০ আসবাবপত্র হিসাব—ডেবিট
নগদান হিসাব—ক্রেডিট
(নগদে আসবাবপত্র ক্রয় হলো) ১০,০০০
১০,০০০
জানু: ১৫ নগদান হিসাব—ডেবিট
আসবাবপত্র হিসাব—ক্রেডিট
(নগদে আসবাপত্র বিক্রয় হলো) ৫,০০০
৫,০০০
জানু: ২০ ক্রয় হিসাব—ডেবিট
নগদান হিসাব—ক্রেডিট
(যেহেতু, নগদে ক্রয় করা হলো) ১২,০০০
১২,০০০
জানু: ২৫ নগদান হিসাব—ডেবিট
মূলধন হিসাব—ক্রেডিট
(মালিক কারবারে টাকা দিলেন) ২০,০০০
২০,০০০
১,৩৭,০০০ ১,৩৭,০০০
(গ) পৃষ্ঠা নং নগদান হিসাব কোড নং
তারিখ বিবরণ খ:পৃ: ডেবিট টাকা ক্রেডিট টাকা
২০১৩ জানু: ১
জানু: ১০
জানু: ১৫
জানু: ২০
জানু: ২৫
মূলধন হিসাব
আসবাবপত্র হিসাব
আসবাবপত্র হিসাব
ক্রয় হিসাব
মূলধন হিসাব
৪০,০০০

৫,০০০

২০,০০০

১০,০০০

১২,০০০
৪০,০০০
৩০,০০০
৩৫,০০০
২৩,০০০
৪৩,০০০
পৃষ্ঠা নং আসবাবপত্র হিসাব কোড নং
তারিখ বিবরণ খ:পৃ: ডেবিট ক্রেডিট জের:
ডেবিট ক্রেডিট
২০১৩
জানু: ১
জানু: ১০
জানু: ১৫
মূলধন হিসাব
নগদান হিসাব
নগদান হিসাব
৩০,০০০
১০,০০০
৫,০০০
৩০,০০০
৪০,০০০
৩৫,০০০
পৃষ্ঠা নং ক্রয় হিসাব কোড নং
তারিখ বিবরণ খ:পৃ: ডেবিট ক্রেডিট জের:
২০১৩
জানু: ১
জানু:২০
মূলধন হিসাব
নগদান হিসাব
২০,০০০
১২,০০০

২০,০০০
৩২,০০০
পৃষ্ঠা নং মূলধন হিসাব কোড নং
তারিখ বিবরণ খ:পৃ: ডেবিট ক্রেডিট জের:
২০১৩
জানু: ১
জানু:২৫ নগদান হিসাব
ক্রয় হিসাব
আসবাবপত্র হি.
নগদান হিসাব
৪০,০০০
২০,০০০
৩০,০০০
২০,০০০
৪০,০০০
৬০,০০০
৯০,০০০
১,১০,০০০

শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা