দিনাজপুর শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান

রাষ্ট্রপতির আদেশক্রমে সোমবার মো. আবু বকর সিদ্দিককে দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে। দিনাজপুর, ৪ ডিসেম্বর। ছবি: প্রথম আলো
রাষ্ট্রপতির আদেশক্রমে সোমবার মো. আবু বকর সিদ্দিককে দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে। দিনাজপুর, ৪ ডিসেম্বর। ছবি: প্রথম আলো

দিনাজপুর শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। এ পদে নিয়োগ পেয়েছেন মো. আবু বকর সিদ্দিক। তিনি এর আগে দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আজ সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব ফাতেমা তুল জান্নাত স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে মো. আবু বকর সিদ্দিককে দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়। ২০১০ সালে তিনি উপাধ্যক্ষ হিসেবে দিনাজপুর সরকারি কলেজে যোগদান করেন। ২০১৪ সালে তিনি অধ্যক্ষ হন।

মো. আবু বক্কর সিদ্দিক ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ভাকুড়া গ্রামের বাসিন্দা। তিনি পীরগঞ্জ পাইলট বিদ্যালয় থেকে এসএসসি ও পীরগঞ্জ ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিভাগে পড়াশোনা করেন। তাঁর বাবার নাম মো. লুৎফর রহমান ও মায়ের নাম জেবুন নেছা।

নিয়োগলাভের পর মো. আবু বকর সিদ্দিক প্রথম আলোকে বলেন, ‘শিক্ষা বোর্ডের সব কার্যক্রম যেন আবার প্রাণ ফিরে পায়, সেভাবেই কাজ করব। সব কর্মকর্তা-কর্মচারীকে নিয়ে দুর্নীতিমুক্ত একটি শিক্ষা বোর্ড উপহার দিতে চাই।’