বি জ্ঞা ন

রমজান মাহমুদ, সহকারী শিক্ষক, সরকারি, বিজ্ঞান কলেজ সংযুক্ত, হাইস্কুল, ঢাকা

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় শিক্ষার্থী, বিজ্ঞানের গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-৭

১। আন্তর্জাতিক পদ্ধতিতে ওজনের একক কী?

ক. গ্রাম খ. কিলোগ্রাম

গ. নিউটন ঘ. পাউন্ড

সঠিক উত্তর: গ. নিউটন

২। এক কিলোগ্রাম ভরের দুইটি বস্তু এক মিটার দূরত্বে স্থাপন করলে এরা পরস্পরকে যে বলে আকর্ষণ করে তা কিসের মানের সমান?

ক. g খ. G গ. ওজন ঘ. অভিকর্ষ

সঠিক উত্তর: খ. G

৩। ‘g’-এর মান সবচেয়ে বেশি—

ক. মেরু অঞ্চলে খ. বিষুব অঞ্চলে

গ. ভূকেন্দ্রে ঘ. পাহাড়ের চূড়ায়

সঠিক উত্তর: ক. মেরু অঞ্চলে

৪। বস্তুর ওজন ওপর নির্ভর করে—

ক. ভর খ. ত্বরণ

গ. বেগ ঘ. অভিকর্ষজ ত্বরণ

সঠিক উত্তর: ঘ. অভিকর্ষজ ত্বরণ

৫। কোনো বস্তুর ভর ২০ কিলোগ্রাম। বস্তুটির ওজন কত?

ক. ০.৪৯ নিউটন খ. ১৯৬ কেজি

গ. ১৯৬ নিউটন ঘ. ১৯৬০ নিউটন

সঠিক উত্তর: গ. ১৯৬ নিউটন

৬। চাঁদে ১ কেজি ভরের বস্তুর ওজন ১.৬ নিউটন হলে পৃথিবীর কেন্দ্রে এর ভর কত?

ক. ০ নিউটন খ. ১.৬ কিলোগ্রাম

গ. ১ কিলোগ্রাম ঘ. ১৫.৬৮ নিউটন

সঠিক উত্তর: গ. ১ কিলোগ্রাম

৭। ওজনের ক্ষেত্রে বলা যায় —

i. এটি একটি বল

ii. এটি একটি ভেক্টর রাশি

iii. এর দিক পৃথিবীর কেন্দ্রের দিকে

নিচের কোনটি সঠিক?

ক. i, ii খ. i, iii

গ. ii, iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর: ঘ. i, ii ও iii

৮। কোনো বস্তুর ওজন ৯.৮ নিউটন হলে তার ভর কত?

ক. ১ কেজি খ. ৯.৮ কেজি

গ. ৯৬.০৪ কেজি ঘ. ৯৮০ কেজি

সঠিক উত্তর: ক. ১ কেজি

৯। অভিকর্ষজ ত্বরণ কোন বিষয়টির ওপর নির্ভর করে না?

ক. পৃথিবীর ভর খ. পৃথিবীর ব্যাসার্ধ

গ. বস্তুর উচ্চতা ঘ. বস্তুর ভর

সঠিক উত্তর: ঘ. বস্তুর ভর।

১০। একটি বস্তুর ভর ১২০০ গ্রাম। চাঁদে এর ওজন কত হবে?

ক. ০ নিউটন খ. ১.৯৬ নিউটন

গ. ১.২ নিউটন ঘ. ১৯৬০ নিউটন

সঠিক উত্তর: খ. ১.৯৬ নিউটন।

# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল