জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

মুহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়
অধ্যায়-৮ 
প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়-৮ থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।

৩৫. উষ্ণায়নের ফলে পৃথিবীপৃষ্ঠে মানুষ কোন রোগে আক্রান্ত হচ্ছে?
ক. ক্যানসার খ. চর্মরোগ
গ. অ্যাক্সিডেন্ট ঘ. ক্যানসার ও চর্মরোগ
৩৬. বাংলাদেশের কোন অঞ্চলে মরুকরণের লক্ষণ দেখা যাচ্ছে?
ক. উত্তর খ. দক্ষিণ গ. পূর্ব ঘ. পশ্চিম
৩৭. নিচের কোনটি মানবসৃষ্ট দুর্যোগ?
i. যুদ্ধ-বিগ্রহ ii. সাম্প্রদায়িক দাঙ্গা iii. বনভূমি বিনাশ
নিচের কোনটি সঠিক?
ক. i ও iii খ. i, ii ও iii গ. i ও ii ঘ. i
৩৮. নিচের কোনটি প্রাকৃতিক দুর্যোগ?
i. টর্নেডো ii. সুনামি iii. ঘূর্ণিঝড়
নিচের কোনটি সঠিক?
ক. i ও iii খ. i, ii ও iii গ. i ও ii ঘ. i
৩৯. সুনামি কোন দেশি শব্দ?
ক. বাংলাদেশি খ. বার্মিজ গ. নেপালি ঘ. জাপানি
৪০. সুনামি শব্দের অর্থ কী?
ক. সমুদ্রতীরের ঢেউ খ. সমুদ্র মাঝের ঢেউ
গ. সমুদ্রের নিচের ঢেউ ঘ. সমুদ্রের উচ্ছল ঢেউ
৪১. সুনামির সময় সমুদ্রের ঢেউ ঘণ্টায় কত কিলোমিটার পর্যন্ত হতে পারে?
ক. ৮০০-১৩০০ খ. ৭০০- ১২০০
গ. ৯০০-১২০০ ঘ. ১০০০-১২০০
৪২. সুনামির কারণে সমুদ্রের পানি জলোচ্ছ্বাসের আকারে উপকূলের কত কিলোমিটারের মধ্যে ঢুকে যেতে পারে?
ক. ১৫ খ. ১২ গ. ১১ ঘ. ১০
৪৩. জাপানের উত্তর-পূর্ব এলাকায় ভয়াবহ সুনামি সংঘটিত হয় কত সালে?
ক. ২০০৮ খ. ২০০৯ গ. ২০১০ ঘ. ২০১১
৪৪. জাপানের রাজধানীর নাম কী?
ক. ওসাকা খ. টোকিও গ. বেইজিং ঘ. কায়রো
৪৫. ২০১১ সালে জাপানের উত্তর-পূর্ব এলাকায় ভয়াবহ সুনামিতে জাপানের কতটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ভয়াবহভাবে
ক্ষতিগ্রস্ত হয়?
ক. পাঁচটি খ. চারটি গ. তিনটি ঘ. দুটি
৪৬. ভূমিধস কাকে বলে?
ক. পাহাড়ের মাটি ধসে পড়া খ. মাটি ফেটে যাওয়া
গ. নদীগর্ভে ভূমি বিলীন হওয়া ঘ. ঘর বিলীন হওয়া।

বাংলাদেশ ও বিশ্বপরিচয়: সঠিক উত্তর
অধ্যায়-৮: ৩৫. ঘ ৩৬. ক ৩৭. খ ৩৮. খ ৩৯. ঘ ৪০. ক ৪১. ক ৪২. ঘ ৪৩. ঘ ৪৪. খ ৪৫. ক ৪৬. ক।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল:n: