ক্যামেরার চোখে চারপাশের বদল

‘এফ ১১ সি শার্প’ এর আয়োজকেরা
‘এফ ১১ সি শার্প’ এর আয়োজকেরা

প্রদর্শনীতে ঢুকতেই চোখ আটকে যায় একটি ফ্রেমে। সেখানে একপাশে বলিউড তারকা শাহরুখ খান, সালমান খান, অজয় দেবগনের পুরোনো দিনের চুলের স্টাইলের চিত্র। অন্যদিকে দেখা যাচ্ছে, বর্তমান সময়ের তরুণদের নানা রকম চুলের স্টাইল। যুগের সঙ্গে যে মানুষের চিন্তাচেতনার পরিবর্তন ঘটছে, এ বিষয়ই আলোকচিত্রী তুলে ধরেছেন তাঁর ক্যামেরায়।

গত ২৩ নভেম্বর ধানমন্ডির দৃক গ্যালারিতে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ফটোগ্রাফি ক্লাব আয়োজন করেছিল ‘এফ ১১ সি শার্প’ শিরোনামে একটি আন্তবিশ্ববিদ্যালয় আলোকচিত্র প্রদর্শনী। প্রদর্শনীর উদ্বোধন করেন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার কুদরত ই খুদা। প্রদর্শনীতে স্থান পেয়েছিল সারা দেশের ৩১টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তোলা ৬৩টি ছবি। কথা হয় ইনডিপেনডেন্ট ফটোগ্রাফি ক্লাবের সহসভাপতি রহিম আফরোজের সঙ্গে। তিনি বলেন, ‘এবারই প্রথম আমরা আমাদের ক্যাম্পাসের বাইরে এসে প্রদর্শনীর আয়োজন করেছি।’

এই আলোকচিত্র প্রদর্শনীতে ছবি জমা পড়েছিল মোট ১ হাজার ৭৪৮টি। সেখান থেকে বিচারকেরা ৬৩টি ছবি নির্বাচন করেন। ছবি নির্বাচনে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন পাঠশালার আলোকচিত্র বিভাগের প্রধান তানভীর মুরাদ ও খ্যাতিমান আলোকচিত্রী সৈয়দ লতিফ হোসেন।

কিছু কিছু ছবির নিচে আবার বাস্তব অবয়ব দেওয়ার চেষ্টাও করা হয়েছে। কেন? জানতে চাইলে প্রদর্শনীর কিউরেটর এনামুল হাসান বলেন, ‘আমরা চেষ্টা করেছি ছবির গল্পগুলো দর্শনার্থীদের কাছে তুলে ধরতে। পৃথিবীর পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের চারপাশও যে বদলে যাচ্ছে, সেটাই আমরা তুলে ধরেছি ফ্রেমে বন্দী ছবিতে।’