সপ্তাহের সাধারণ জ্ঞান

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি কিংবা চাকরির ক্ষেত্রে আমাদের সাধারণ জ্ঞানের পরীক্ষা দিতে হয়। এই বিভাগে থাকছে গত ৭ দিনের পত্রিকায় ছাপা হওয়া কিছু তথ্য।


● পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের দলের নাম কী?

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই।

● বর্তমান বিশ্বে বন্দরকেন্দ্রিক প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে ব্যয়বহুল প্রকল্প কোনটি?

পায়রা গভীর সমুদ্রবন্দর।

● সম্প্রতি ময়মনসিংহের কোথায় অর্থনৈতিক অঞ্চল তৈরির অনুমোদন দেওয়া হয়েছে?

ত্রিশালে।

● সম্প্রতি আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন বাংলাদেশের কোন নারী ক্রিকেটার?

রুমানা আহমেদ।

● সোভিয়েত ইউনিয়ন প্রতিষ্ঠার চুক্তি হয় কবে?

১৯২২ সালের ৩০ ডিসেম্বর।

● বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান কে?

লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদ।

● সিরিয়ায় চলমান গৃহযুদ্ধ শুরু হয়েছিল কবে?

২০১১ সালে।

● বাংলাদেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচন যেদিন অনুষ্ঠিত হলো (৩০ ডিসেম্বর, ২০১৮), একই দিনে বিশ্বের আর কোন দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল?

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো।

● সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন সিপিজের পুরো নাম কী?

কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস।

● একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কয়টি আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হয়?

৬টি আসনে (৮৪৫টি কেন্দ্র)।

● বাংলা একাডেমি ২০১৯ সাল থেকে কোন পুরস্কার প্রদান করতে যাচ্ছে?

কবি জসীমউদ্​দীন সাহিত্য পুরস্কার।

● সম্প্রতি কোন দুটি দেশ ইউনেসকো ছেড়েছে?

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।

● দেশের প্রথম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে কোন প্রতিষ্ঠানটি শেয়ারবাজারে যাচ্ছে?

ই-জেনারেশন লিমিটেড।

● বর্তমানে বাংলাদেশের জিডিপিতে শিল্প খাতের অবদান কত?

৩০ শতাংশ।

● জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের নিউইয়র্ক কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ সালের ১ জানুয়ারি সারা বিশ্বে যত শিশু জন্মেছে, তাদের মধ্যে কত শতাংশের জন্ম বাংলাদেশে?

২ দশমিক ১৩।

● সম্প্রতি মৌলভীবাজারে কোন অর্থনৈতিক অঞ্চল তৈরির কাজ শুরু হয়েছে?

শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চল।

● ক্লাব ওয়ার্ল্ড কাপের একমাত্র হ্যাটট্রিক শিরোপাজয়ী দল কোনটি?

স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ।

● সরকারি চাকরির ক্ষেত্রে অবসরের পর পেনশনের পুরো টাকা যাঁরা তুলে নিয়েছেন, তাঁদের ন্যূনতম কত টাকা ভাতা দেওয়ার নিয়ম করা হয়েছে?

৩ হাজার টাকা।

● পায়রা বন্দর কোথায় অবস্থিত?

পটুয়াখালীর কলাপাড়ায়।

● জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মতে বর্তমানে কর শনাক্তকরণ নম্বরধারীর (টিআইএন) সংখ্যা কত?

৩৮ লাখ।

● উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ রাজনৈতিক আশ্রয় নেন কোথায়?

লন্ডনের ইকুয়েডর দূতাবাসে, ২০১২ সালে।

● আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান এআইআইবির পুরো নাম কী?

দ্য এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক বা এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক।

● বাংলাদেশে সোনার দাম নির্ধারণ করে কারা?

স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন—বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

● ‘আনাক ক্রাকাতোয়া’ কিসের নাম?

ইন্দোনেশিয়ার একটি আগ্নেয়গিরির নাম।

● বিশ্বব্যাংকের ইজ অব ডুয়িং বিজনেস-২০১৯ প্রতিবেদন অনুযায়ী দক্ষিণ এশিয়ার ৮টি দেশের মধ্যে ব্যবসায়ের সবচেয়ে ভালো পরিবেশ কোন দেশে বিদ্যমান?

ভারতে (সবচেয়ে খারাপ পরিবেশ বাংলাদেশে)।

● ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা সূচক বা গ্লোবাল কম্পিটিটিভ ইনডেক্সের (জিসিআই) প্রতিবেদন অনুযায়ী বিশ্বের ১৪০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কত?

১০৩।

● ২০১৮ সালে প্রকাশিত জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) মানব উন্নয়ন প্রতিবেদন অনুযায়ী বিশ্বের ১৮৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কত?

১৩৬।

● বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) হিসাব মতে, বিশ্বের কত শতাংশ মানুষ নির্মল বায়ু বঞ্চিত?

৯১ শতাংশ।

● আন্দামান ও নিকোবরের তিন দ্বীপের পরিবর্তিত নাম কী?

রোজ, নেইল ও হেভলক দ্বীপের পরিবর্তিত নাম যথাক্রমে নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বরাজ ও শহীদ দ্বীপ।

জইর বলসোনারো।
জইর বলসোনারো।


● ব্রাজিলের নতুন প্রেসিডেন্টের নাম কী?

জইর বলসোনারো।

গ্রন্থনা: মাহবুব আলম