সপ্তাহের সাধারণ জ্ঞান

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি কিংবা চাকরির ক্ষেত্রে আমাদের সাধারণ জ্ঞানের পরীক্ষা দিতে হয়। এই বিভাগে থাকছে গত ৭ দিনের পত্রিকায় ছাপা হওয়া কিছু তথ্য।

l সম্প্রতি কোন দেশের মহাকাশযান প্রথমবারের মতো চাঁদের দূর প্রান্তে বা অন্ধকার পৃষ্ঠে অবতরণ করেছে?

চীনের চাং ’ই-৪ নামের মহাকাশযান

● ভারতে গঠিত জাতীয় পর্যায়ের প্রথম নারীকেন্দ্রিক রাজনৈতিক দলের নাম কী?

ন্যাশনাল উইমেন্স পার্টি

● ঐতিহাসিক নিমতলী প্রাসাদের স্থানে গড়ে ওঠা জাদুঘরের নাম কী?

এশিয়াটিক সোসাইটি ঐতিহ্য জাদুঘর

● আন্তর্জাতিক গণমাধ্যম সংস্থা অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট (ওসিসিআরপি)–এর মতে বর্ষসেরা দুর্নীতিবাজ প্রতিষ্ঠানের নাম কী?

ডেনমার্কের ডানস্কে ব্যাংক

● ব্রিটিশ ম্যাগাজিন দ্য গার্ডিয়ান-এর ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের প্রতিবেদন অনুযায়ী ২০১৯ সালে সম্ভাব্য প্রবৃদ্ধির হারের দিক দিয়ে প্রথম স্থানে থাকবে কোন দেশ?

সিরিয়া (প্রবৃদ্ধির হার ৯.৯ শতাংশ)

● ব্রিটিশ ম্যাগাজিন দ্য গার্ডিয়ান-এর ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের প্রতিবেদন অনুযায়ী ২০১৯ সালে বাংলাদেশের সম্ভাব্য প্রবৃদ্ধির হার কত?

৭ দশমিক ৯ শতাংশ

● দ্য গ্লোবাল ইকোনমিস্ট ফোরাম (জিইএফ)–এর মতে, ২০১৯ সালে বাংলাদেশের প্রবৃদ্ধির হার কত হবে?

৭ দশমিক ৫ শতাংশ

● বেবিচক কী?

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ

● গম আমদানিতে বাংলাদেশ বিশ্বে কততম?

পঞ্চম

● ইউরোপীয় ইউনিয়নের মোট কতটি দেশে ইউরো প্রচলিত?

১৯টি

● ইউরোপিয়ান ইউনিয়নের কেন্দ্রীয় ব্যাংকের নাম কী?

দ্য ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক (ইসিবি)

● সম্প্রতি কোন দেশের সীমান্তে দেয়াল নির্মাণ করা নিয়ে যুক্তরাষ্ট্রে অচলাবস্থা দেখা দিয়েছে?

মেক্সিকো

● প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীদের শপথবাক্য পাঠ করান কে?

রাষ্ট্রপতি

● যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ইকোনমিকস অ্যান্ড রিসার্চ (সিইবিআর)–এর প্রতিবেদন অনুযায়ী কত সালের মধ্যে বাংলাদেশ বিশ্বে ২৫টি বড় অর্থনীতির দেশের একটি হবে?

২০৩২ সালের মধ্যে

● চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ কখন এবং কীভাবে শুরু হয়?

২০১৮ সালের জুলাইয়ের পর যুক্তরাষ্ট্র চীনের ২৫০ বিলিয়ন ডলারের পণ্যে শুল্ক আরোপের মাধ্যমে

● বিনিয়োগকারীদের সুবিধার্থে ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) বা এক দরজায় সেবা কারা চালু করতে যাচ্ছে?

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)

● সম্প্রতি কোন দেশের বিজ্ঞানীরা আইনস্টাইন ও নিউটনের আবিষ্কারকে ভুল বলে দাবি করেছেন?

ভারতীয় বিজ্ঞানীরা

● নতুন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়া এ কে আবদুল মোমেন পূর্বে কোন দায়িত্বে ছিলেন?

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)–এর চেয়ারম্যান

● বিশ্বব্যাংক প্রতিবছর কত তারিখে ‘ওয়ার্ল্ড পভার্টি ডে’ পালন করে থাকে?

১৭ অক্টোবর

● সম্প্রতি বিশ্বব্যাংকের পদত্যাগকারী প্রেসিডেন্টের নাম কী?

জিম ইয়ং কিম

● কিম জং উন উত্তর কোরিয়ার কোন পদটিতে আছেন?

শীর্ষ নেতা

● দ্য সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই) কোন দেশের প্রধান তদন্তকারী সংস্থা?

ভারত

● সম্প্রতি বাংলাদেশ ব্যাংক দেশের ব্যাংকগুলোতে কোন সেবাটি চালু করার নির্দেশ দেয়?

‘ব্যাংকিং বুথ’ সেবা

● ওআইসির (অর্গানাইজেশন অব ইসলামিক কো অপারেশন) সদস্য দেশগুলোর পার্লামেন্টারি ইউনিয়নের নাম কী?

পিইউআইসি

● সার্ক মহাসচিবের নাম কী?

আমজাদ হোসেন বি সিয়াল

● সম্প্রতি রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার পদত্যাগকারী গভর্নরের নাম কী?

উর্জিত প্যাটেল (নতুন গভর্নর শক্তিকান্ত দাস)

● বর্তমান বিশ্বের কোন প্রেসিডেন্ট গরিবকে চ্যাম্পিয়ন বানানোর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসেন?

মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদোর


গ্রন্থনা: মাহবুব আলম