সপ্তাহের সাধারণ জ্ঞান

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি কিংবা চাকরির ক্ষেত্রে আমাদের সাধারণ জ্ঞানের পরীক্ষা দিতে হয়। এই বিভাগে থাকছে গত ৭ দিনের পত্রিকায় ছাপা হওয়া কিছু তথ্য।

● ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বৈশ্বিক লিঙ্গবৈষম্য প্রতিবেদনে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে কততম?

প্রথম (বিশ্বে বাংলাদেশের অবস্থান ৪৮তম)

● ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বৈশ্বিক লিঙ্গবৈষম্য প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ কয়টি ক্ষেত্রে বিশ্বে প্রথম?

চারটি

● বিদেশে বসবাসরত বাংলাদেশিদের বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি বা সিআইপি মর্যাদা পেতে হলে বছরে কমপক্ষে কত ডলার দেশে পাঠাতে হবে?

১ লাখ ডলার

● কখন এবং কোন চা–বাগানের মাধ্যমে বাংলাদেশে প্রথম বাণিজ্যিকভাবে চা চাষ শুরু হয়?

১৮৫৪ সালে সিলেটের মালনীছড়া

চা–বাগানের মাধ্যমে

● বর্তমানে বাংলাদেশে নিবন্ধিত চা–বাগানের সংখ্যা কত?

১৬৪টি

● বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কর্তৃক ইন্টারনেটের সর্বনিম্ন গতি কত নির্ধারণ করা হয়েছে?

১০ এমবিপিএস

● জাতীয় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি দিবসের পরিবর্তিত নাম কী?

ডিজিটাল বাংলাদেশ দিবস

● ফ্রান্সে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিক্রিয়ায় করা আন্দোলনটির নাম কী?

ইয়েলো ভেস্ট আন্দোলন

● নেসেট কোন দেশের পার্লামেন্টের নাম?

ইসরায়েল

● বিশ্বের সবচেয়ে বড় ফুল বাণিজ্যকেন্দ্র কোথায়?

নেদারল্যান্ডসের আলসমিরে

● সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামটি ওয়ানডে ক্রিকেটের কততম স্টেডিয়াম?

২০০তম স্টেডিয়াম

● ব্যাংকমালিকদের সংগঠনের নাম কী?

বিএবি (বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস)

● বঙ্গবন্ধু শিল্পনগরের আকার কত?

৩০ হাজার একর (এটি চট্টগ্রামের মিরসরাই এবং ফেনী ঘিরে প্রতিষ্ঠিত দেশের সর্ববৃহৎ শিল্পনগর)

● ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের সংগঠনের নাম কী?

এবিবি (অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স)

● শান্তিতে নোবেল পাওয়া ইরাকি তরুণী নাদিয়া মুরাদের বয়স কত?

২৫ বছর (যা শান্তিতে নোবেল বিজয়ীদের মধ্যে দ্বিতীয় সর্বকনিষ্ঠ। প্রথম অবস্থানে আছেন মালালা ইউসুফজাই। তিনি নোবেল পেয়েছিলেন ১৭ বছর বয়সে)

● ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) শীর্ষ আদালতের নাম কী?

ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিস (ইসিজে)

● বিশ্বব্যাংকের হিসাবমতে প্রবাসী আয় প্রাপ্তিতে শীর্ষস্থানে কোন দেশ?

ভারত

● সম্প্রতি জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ-২৪) কোথায় অনুষ্ঠিত হয়?

পোল্যান্ডের কাতোভিচ শহরে

● কোন কোন দেশ জিসিসিভুক্ত (গালফ কো-অপারেশন কাউন্সিল)?

বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব, আরব আমিরাত

● শিল্পাচার্য জয়নুল আবেদিনের স্বপ্নের চারুকলা কখন এবং কী নামে যাত্রা শুরু করে?

১৯৪৮ সালে গভর্নমেন্ট ইনস্টিটিউট অব ফাইন আর্টস নামে

● ‘মা গো ভাবনা কেন/আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে’—মুক্তিযুদ্ধবিষয়ক গানটির রচয়িতা কে?

গৌরীপ্রসন্ন মজুমদার

● বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, সড়ক দুর্ঘটনায় মৃত্যুর দিক থেকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান কত?

তৃতীয় (ভারত ও পাকিস্তান যথাক্রমে প্রথম ও দ্বিতীয় অবস্থানে)

● সম্প্রতি ব্রিটেন কর্তৃক বাতিল হওয়া গোল্ডেন ভিসার সুবিধার আওতায় কোন দেশগুলো ছিল?

চীন, রাশিয়া ও ভারত

● সম্প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইনসে যুক্ত হওয়া বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানটির কী নাম দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা?

হংসবলাকা।

● সম্প্রতি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কর্তৃক মালালা ইউসুফজাইকে দেওয়া পুরস্কার কোনটি?

গ্লাইটম্যান সিটিজেন অ্যাকটিভিস্ট

● গ্লোবাল কার্বন প্রজেক্টের প্রতিবেদন অনুযায়ী ২০১৮ সালে জীবাশ্ম জ্বালানি ও শিল্পকারখানা কার্বন নিঃসরণ কত বাড়তে পারে?

২ দশমিক ৭ শতাংশ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, কত সময়ের ব্যবধানের মধ্যে বিশ্বের কোথাও না কোথাও একজন মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায়?

প্রতি ২৪ সেকেন্ডে

● মিস ইউনিভার্স ২০১৮–এর (৬৭তম আসর) চ্যাম্পিয়ন কে?

ফিলিপাইনের ক্যাটরিওনা গ্রে

গ্রন্থনা: মাহবুব আলম