উপাচার্যের আশ্বাস পায়নি ছাত্রদল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র হলের পরিবর্তে একাডেমিক ভবনে করা ও নির্বাচনে প্রার্থিতার সিন্ডিকেট নির্ধারিত বয়সসীমা (৩০ বছর) বাতিলসহ সাত দফা দাবিতে আজ মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে দেখা করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতারা৷ নেতারা বলছেন, তাঁরা নিজেদের দাবিগুলো উপস্থাপন করলেও উপাচার্য তাঁদের দাবি মানার ব্যাপারে কোনো আশ্বাস দেননি।

তবে ছাত্রদলের নেতাদের প্রত্যাশা, বিশ্ববিদ্যালয় প্রশাসন তাঁদের দাবি মেনে ডাকসু নির্বাচন আয়োজন করবে৷

আজ সকালে পঞ্চম দিনের মতো মধুর ক্যানটিনে গিয়েছিলেন ছাত্রদলের নেতা-কর্মীরা৷ সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত তাঁরা সেখানে অবস্থান করেন৷ বেলা দেড়টার দিকে সংগঠনটির চার নেতা উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানের সঙ্গে দেখা করতে তাঁর কার্যালয়ে যান। এরা হলেন— কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসান ও বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আল মেহেদী তালুকদার ও সাধারণ সম্পাদক আবুল বাসার সিদ্দিকী৷ নেতা-কর্মীরা তখন অবস্থান করেন মধুর ক্যানটিনে৷

ছাত্রদলের একটি সূত্র জানায়, সহাবস্থান নিশ্চিতে আন্তরিকতার জন্য শুরুতে ছাত্রদল নেতারা উপাচার্যের প্রশংসা করেন৷ পরে উপাচার্যের কাছে টেকসই সহাবস্থান নিশ্চিতে নির্বাচন তিন মাস পেছানো, ভোটকেন্দ্র হলের বাইরে করা, প্রার্থিতার বয়সসীমা বাতিল করে ডাকসু ও হল সংসদের ফি প্রদানকারী সব শিক্ষার্থীর ভোটাধিকার ও প্রার্থিতার সুযোগ নিশ্চিতসহ সাত দফা দাবি পুনর্ব্যক্ত করেন ছাত্রদলের নেতারা৷ উপাচার্য তাঁদের বক্তব্য শুনলেও কোনো আশ্বাস দেননি৷

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আকরামুল হাসান প্রথম আলোকে বলেন, ‘ভিসি স্যার আমাদের বক্তব্য শুনেছেন৷ কিন্তু ইতিবাচক-নেতিবাচক কিছুই বলেননি৷ আমরা এখনও আশা করছি, প্রশাসন আমাদের দাবি মেনে নেবে৷’