পোডিয়ামের চতুর্থ বর্ষপূর্তি

চতুর্থ বর্ষপূর্তি অনুষ্ঠানে পোডিয়ামের সদস্যরা। ছবি: সংগৃহীত
চতুর্থ বর্ষপূর্তি অনুষ্ঠানে পোডিয়ামের সদস্যরা। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার বিষয়ক ক্লাব পোডিয়াম-এর চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে নাচ, গান, আবৃত্তি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদে গত শনিবার এসব কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ক্লাবটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন শিবলি রূবাইয়াত উল ইসলাম, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের সহকারী অধ্যাপক আরিফুল ইসলাম, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের প্রভাষক আহমেদ রিজভান প্রমুখ।

আলোচনা পর্বে পোডিয়াম ক্লাবের প্রতিষ্ঠাতা রায়হান খন্দকার বলেন, পোডিয়ামের উদ্দশ্যই হলো- এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে শিক্ষার্থীরা স্বেচ্ছায় এসে কথা বলতে পারবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরেও বর্তমানে পোডিয়ামের শাখা রয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অব চিটাগং ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে। দেশের বাইরে ফিলিপাইনে পোডিয়ামের শাখা রয়েছে।

অনুষ্ঠানে পোডিয়ামের পরিচালক মুনতাহা মাহফুজ তোহফাসহ, ক্লাবটির সদস্য, শুভার্থী ও বন্ধুপ্রতীম সংগঠনগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, পোডিয়াম ২০১৫ সালের ১৭ জানুয়ারি প্রতিষ্ঠিত হয়। এর প্রধান লক্ষ্য শিক্ষার্থীদের পাবলিক স্পিকিংয়ে দক্ষ করে গড়ে তোলা।