বিদেশের ৮ কেন্দ্রে পাসের হার ৯২%

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় এবার বিদেশের আটটি কেন্দ্রে গড় পাসের হার ৯১ দশমিক ৯৬ শতাংশ।

আজ সোমবার এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এই ফলাফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

শিক্ষামন্ত্রী বলেন, এবার বিদেশের আটটি কেন্দ্রে অংশ নিয়েছিল ৪২৩ জন পরীক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ৩৮৯ জন। জিপিএ-৫ পেয়েছে ৫৬ জন। সেখানকার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই পাস করেছে।

বিদেশের আটটি কেন্দ্র ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে। এগুলো হলো জেদ্দার বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল, রিয়াদের বাংলাদেশ অ্যাম্বাসি স্কুল, ত্রিপোলির বাংলাদেশ কমিউনিটি স্কুল, দোহারের বাংলাদেশ মাশহুর-উল-হক মেমোরিয়াল হাইস্কুল, আবুদাধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল, বাহরাইনের বাংলাদেশ স্কুল, রাস আল খাইমার বাংলাদেশ ইসলামিয়া স্কুল এবং ওমানের সাহামের বাংলাদেশ স্কুল।