বদরগঞ্জে বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিষয়ে জানাবে আলোর মিছিল

রংপুরের বদরগঞ্জে গরিব মেধাবী শিক্ষার্থীদের বিনা মূল্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতির বিষয়ে দিকনির্দেশনামূলক কর্মসূচি আগামীকাল শুক্রবার থেকে শুরু করা হচ্ছে। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন আলোর মিছিলের আয়োজনে সংগঠনের শাহাপুরের কার্যালয়ে ওই কর্মসূচি চলবে টানা চার মাস।

সংগঠনের সহসভাপতি হযরত একরাম বলেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে অধ্যয়নরত বদরগঞ্জ উপজেলার শতাধিক শিক্ষার্থীদের নিয়ে ২০১৪ সালে আলোর মিছিল নামে অরাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠা করা হয়। এই সংগঠনের উদ্যোগে এলাকার পিছিয়ে পড়া গরিব ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষায় সহায়তা প্রদান, বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে সচেতনতা সৃষ্টির কাজ করা হয়। এ ছাড়া বিভিন্ন সামাজিক কাজের পাশাপাশি ২০১৫ সাল থেকে শুরু করা হয় অন্বেষণ ফ্রি বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি কর্মসূচি। সংগঠনের সদস্যরা নিজেরা চাঁদা দিয়ে বিভিন্ন সামাজিক কাজ করে আসছেন। বিগত চার বছরে বিনা মূল্যে ভর্তির দিকনির্দেশনা পেয়ে ৪৮ জন শিক্ষার্থী দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন।