বরিশাল বোর্ডে পাসের হারে এগিয়ে মেয়েরা

বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় এবার পাসের হার ৭০ দশমিক ৬৫ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ২০১ জন। পাসের হারের দিক থেকে এই শিক্ষা বোর্ডে এবার এগিয়ে আছেন মেয়েরা।

আজ বুধবার বেলা একটায় বরিশাল শিক্ষা বোর্ডের সম্মেলনকক্ষে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আনোয়ারুল আজিম আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন।

আনোয়ারুল আজিম জানান, গত বছরের চেয়ে এ বছর বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার সামান্য বেড়েছে। এ বছর পাসের হার ৭০ দশমিক ৬৫ শতাংশ, যা গত বছর ছিল ৭০ দশমিক ৫৫ শতাংশ।

এ বছর বরিশাল বোর্ড থেকে ৩৩০ শিক্ষাপ্রতিষ্ঠানের ১১৮টি কেন্দ্রে ৬৩ হাজার ৫৩৮ জন পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে পাস করেছেন ৪৪ হাজার ৮৮৭ জন। পাস করা শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ২১ হাজার ২৫৮ জন এবং ছাত্রী ২৩ হাজার ৬২৯ জন। পাসের হারে এগিয়ে রয়েছেন মেয়েরা।

এবারে ঘোষিত ফলাফলে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ২০১ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ৪৩৫, মানবিক বিভাগে ২৮০ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৪৬ জন জিপিএ-৫ পেয়েছেন।