স্টামফোর্ড ইউনিভার্সিটিতে শুরু হয়েছে ভর্তি মেলা

স্টামফোর্ড ইউনিভার্সিটিতে ভর্তি মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান ফাতিনাজ ফিরোজ। ছবি: সংগৃহীত
স্টামফোর্ড ইউনিভার্সিটিতে ভর্তি মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান ফাতিনাজ ফিরোজ। ছবি: সংগৃহীত

স্টামফোর্ড ইউনিভার্সিটিতে ভর্তি মেলা ২০১৯ শুরু হয়েছে। গত বৃহস্পতিবার (২৫ জুলাই) রাজধানীতে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের প্রধান কার্যালয়ে ভর্তি মেলার উদ্বোধন করা হয়।

স্টামফোর্ড ইউনিভার্সিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়।

মেলার উদ্বোধন করেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান ফাতিনাজ ফিরোজ। এ সময় আরও উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টির সদস্য এস এম ইলিয়াস ও রুমানা হক রিতা এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মাদ আলী নকীসহ উপ-উপাচার্য, রেজিস্টার, প্রক্টর, বিভিন্ন বিভাগের প্রধানেরা।

মেলা চলবে আগামী ৩১ জুলাই পর্যন্ত। শুক্রবারও মেলা চলবে। মেলায় ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য রয়েছে ১০০ শতাংশ পর্যন্ত টিউশন ফি ওয়েভার সুবিধা।