নর্থ সাউথের গণমাধ্যম ব্যবস্থাপনায় স্টারকম

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে গণমাধ্যমের সম্পর্ক উন্নয়নে কাজ করবে বিপণন পরামর্শক প্রতিষ্ঠান স্টারকম বাংলাদেশ। এ জন্য দুই পক্ষের মধ্যে একটি চুক্তি হয়েছে। ছবি: সংগৃহীত
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে গণমাধ্যমের সম্পর্ক উন্নয়নে কাজ করবে বিপণন পরামর্শক প্রতিষ্ঠান স্টারকম বাংলাদেশ। এ জন্য দুই পক্ষের মধ্যে একটি চুক্তি হয়েছে। ছবি: সংগৃহীত

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে গণমাধ্যমের সম্পর্ক উন্নয়নে কাজ করবে বিপণন পরামর্শক প্রতিষ্ঠান স্টারকম বাংলাদেশ। এ বিষয়ে প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ওই চুক্তির স্বাক্ষরের জন্য সম্প্রতি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এক অনুষ্ঠানের আয়োজন করে।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিক ইসলাম ও স্টারকম বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সারাহ আলী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

কর্মকর্তারা জানিয়েছেন, এখন থেকে ওই চুক্তির ভিত্তিতে নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে গণমাধ্যমের সম্পর্ক উন্নয়নে বিজ্ঞাপন ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিপণন কার্যক্রম পরিচালনা করবে স্টারকম।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নর্থ সাউথ অ্যালামনাই ও এনএএএসবিইর (এনএসইউ অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকস) ভাইস প্রেসিডেন্ট জিয়াউদ্দিন আদিল, স্টারকম বাংলাদেশের পরিচালক তারাননুম বুশরা আলম, পরিকল্পনা বিভাগ প্রধান আরিফুর রহমান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ পরিচালক জামিল আহমেদ প্রমুখ। বিজ্ঞপ্তি