শিক্ষার্থীদের মারধরের অভিযোগে তিনজন গ্রেপ্তার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) শিক্ষার্থীদের মারধর ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে স্থানীয় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

এর আগে রোববার রাত ১১টার দিকে ক্যাম্পাস–সংলগ্ন বিনোদপুর এলাকায় শিক্ষার্থীদের মারধর ও শ্লীলতাহানির চেষ্টার ঘটনা ঘটে। গ্রেপ্তার তিনজন হলেন হলেন রবি, সিরাজুল ও উষা। ওই ঘটনার পর রাতেই আইবিএর প্রথম বর্ষের শিক্ষার্থী শিহাব আল কুরাইশ বাদী হয়ে খলিল, শান্ত, শিপন, জনিসহ স্থানীয় আটজনের বিরুদ্ধে মতিহার থানায় মামলা করেন।

মামলার এজাহার ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, রোববার রাত ১১টার দিকে চার শিক্ষার্থী বিনোদপুর এলাকায় গিয়েছিলেন। তাঁদের দুজনের ঢাকায় যাওয়ার কথা ছিল। এ সময় অভিযুক্ত ব্যক্তিরা দুই ছাত্রীর উদ্দেশে অশ্লীল অঙ্গভঙ্গি করেন। এর প্রতিবাদ করায় দুই শিক্ষার্থীকে তাঁরা মারধর করেন এবং দুই ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা চালান। সেখানে লোকজন জড়ো হলে অভিযুক্ত ব্যক্তিরা তাঁদের দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যান। পরে শিক্ষার্থীরা থানায় গিয়ে অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে মতিহার থানা-পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। দুপুরে তাঁদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা দিয়ে আদালতে পাঠানো হয়।

এ বিষয়ে সোমবার বিকেলে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ‘তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকিদের ধরার চেষ্টা চলছে।’

বিক্ষোভ মিছিল

শিক্ষার্থীদের মারধর ও শ্লীলতাহানির চেষ্টার ঘটনায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন আইবিএর শিক্ষার্থীরা। সোমবার বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা প্রশাসন ভবনের সামনে অবস্থান নেন। সেখান থেকে তাঁরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাস ঘুরে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ হয়। এতে শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।