খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রতি আসনে ভর্তি-ইচ্ছুক ২৭ জন

খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির জন্য ৩২ হাজার ৬৩৬ জন শিক্ষার্থী অনলাইনে আবেদন করেছেন। এই বিশ্ববিদ্যালয়ের ৬টি স্কুল ও ২টি ইনস্টিটিউটের ২৯টি ডিসিপ্লিনে মোট আসন ১ হাজার ২১৭টি। অর্থাৎ এবার প্রতি আসনের বিপরীতে লড়বেন ২৭ ভর্তি–ইচ্ছুক।

ভর্তি পরীক্ষার আবেদন অনলাইনে জমাদানের সময়সীমা গত ৩০ সেপ্টেম্বর রাত ১২টায় শেষ হয়। এবার ১ হাজার ২১৭টি আসন ছাড়াও ২৯টি ডিসিপ্লিনের প্রতিটিতে দুজন করে বিদেশি শিক্ষার্থী ভর্তির সুযোগ রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কার্যালয় এবং আইসিটি সেল সূত্রে জানা গেছে, ‘এ’ ইউনিটের (বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল এবং জীববিজ্ঞান স্কুলের ১৫টি ডিসিপ্লিন) ৬৬২ আসনের বিপরীতে ১৪ হাজার ৬২৩ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। ‘এ’ ইউনিটে প্রতি আসনের জন্য লড়বেন প্রায় ২২ জন।

এ ছাড়া ‘বি’ ইউনিটের (কলা ও মানবিক স্কুল, সমাজবিজ্ঞান স্কুল, আইন স্কুল এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধীন ৯টি ডিসিপ্লিন) ৩৯৯ আসনের বিপরীতে ১২ হাজার ৫৩৩ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। ‘বি’ ইউনিটে প্রতি আসনের জন্য লড়বেন প্রায় ৩১ জন।

‘সি’ ইউনিটের (ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের আওতাধীন ব্যাচেলর ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন—বিবিএ এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিসিপ্লিন) ৯৬ আসনের বিপরীতে ৪ হাজার ৩৯৯ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। ‘সি’ ইউনিটে প্রতি আসনের জন্য লড়বেন প্রায় ৪৬ জন।

‘ডি’ ইউনিটের (চারুকলা স্কুলের আওতাধীন ৩টি ডিসিপ্লিন) ৬০ আসনের বিপরীতে ১ হাজার ৮১ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। ‘ডি’ ইউনিটে প্রতি আসনের জন্য লড়বেন প্রায় ১৮ জন।

আগামী ২ নভেম্বর শনিবার সকাল ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত ‘সি’ ইউনিটের অধীন ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ভর্তি পরীক্ষা হবে। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ‘এ’ ইউনিটের অধীন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল এবং জীববিজ্ঞান স্কুলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বেলা দেড়টা থেকে ৩টা পর্যন্ত ‘বি’ ইউনিটের অধীন কলা ও মানবিক স্কুল, সামাজিক বিজ্ঞান স্কুল, আইন স্কুল এবং শিক্ষা স্কুলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত ‘ডি’ ইউনিটের অধীনে চারুকলা স্কুলের ভর্তি পরীক্ষা হবে।