কুয়েটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, ভর্তি ১৬ নভেম্বর থেকে

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল আজ বুধবার প্রকাশ করা হয়েছে। আগামী ৬ নভেম্বর ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের কথা থাকলেও শিক্ষার্থীদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়টি বিবেচনায় নিয়ে নির্ধারিত সময়ের এক সপ্তাহ আগেই ভর্তি পরীক্ষা কমিটি ওই ফলাফল প্রকাশ করে।
|
আগামী ১৬ নভেম্বর শনিবার প্রথম বর্ষের বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সের ভর্তি কার্যক্রম শুরু হবে।

বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে ফলাফল ও ভর্তিসংক্রান্ত অন্যান্য তথ্য পাওয়া যাচ্ছে।

১৮ অক্টোবর কুয়েটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০১৯-২০ শিক্ষাবর্ষে তিনটি অনুষদের ১৬টি বিভাগে মোট ১ হাজার ৬৫ আসনের বিপরীতে মোট ১২ হাজার ৩৪৮ জন আবেদনকারী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান। এর মধ্যে ১০ হাজার ৬৬ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর থেকে প্রথম ৬ হাজার ৯৯ জনের মেধাতালিকা প্রকাশ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র জানায়, ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের প্রথম টার্মের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশনের সম্ভাব্য তারিখ ২০২০ সালের ২৩ জানুয়ারি এবং ক্লাস শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ২৬ জানুয়ারি নির্ধারণ করা আছে।